সারা অতীত! তবে শুভমনের মন জিতল কে? নতুন সম্পর্কের গুঞ্জন বাড়ল দুবাইতেই

0

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলার দিন স্টেডিয়ামে দেখা গেছে পঞ্জাবি অভিনেত্রী অভনীত কৌরকে। ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ দেখতেও মাঠে ছিলেন। এর আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল ভারতের ক্রিকেট দলের সেনসেশন শুভমনের সঙ্গে তাঁর ছবি। জন্মদিনের সময় অভনীত নিজের সমাজ মাধ্যমে শুভমনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন শুভমন। এভাবেই তুমি সকলকে উদ্বুদ্ধ করে যাও। তোমায় দেখে সবসময়ই গর্ব হয়।’ তাতেই দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছেন নেটিজেনরা।

তবে শুভমনের খেলা দেখার জন্যই মাঠে পৌঁছে গিয়েছিলেন অভনীত? কেউই মুখ খোলেননি। ম্যাচ জয়ের পর অভনীত শুধু সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমরা জিতে গিয়েছি’। তাতেই বেশ ধন্ধে পড়েছেন অনুরাগীরা। তারকাদের প্রায় ভুল খবরের শিকার হতে হয়। তবে কি শুভমান এবং অভনীত সম্পর্কের বিষয়টাও নিছকই জল্পনা? তা হয়তো সময়ই বলবে। এর আগে সারার সঙ্গে অনেকবার সময় কাটাতে দেখা গেছে ক্রিকেটারকে, চর্চাও চলেছে বিস্তর। কিন্তু শুভমন তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলার দিন স্টেডিয়ামে দেখা গেছে পঞ্জাবি অভিনেত্রী অভনীত কৌরকে

শুধু দুই সারাই নন, একসময় অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের প্রেমে পড়েছেন শুভমন। চুপি চুপি বাগ্দান সেরে ফেলেছেন তাঁরা। তবে এক সাক্ষাত্কারে ঋদ্ধিমা বলেছিলেন, ‘আমি শুভমনের সঙ্গে ডেট করছি না। প্রথমত, আমি ওকে চিনিও না। তবে জানি যে, ও অসাধারণ স্পোর্টস পার্সন। কিন্তু আমি চিনি না। তবে যদি কখনও ওঁর সঙ্গে দেখা হয়, তাহলে এই বিষয়টি নিয়ে আমরা হাসাহাসি করব। আমার মনে হয় ও ভীষণ ভীষণ কিউট একজন মানুষ। তবে দুর্ঘটনাক্রমে আমাদের মধ্যে কিছুই চলছে না।’ কিন্তু তা নিয়েও কোনও বাক্য ব্যয় করেননি শুভমন গিল। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শুভেচ্ছার বন্যায় ভাসছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের সঙ্গে আলাদা কোনও অভনীতের ছবি এরপর আর দেখা যায়নি। তবে নেটিজেন ভক্তরা অবশ্য সমীকরণ মেলাতেই ব্যস্ত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি হিসেবেই খেলেছেন শুভমন গিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *