চ্যাম্পিয়ন্স ট্রফি জয় মনের মণিকোঠায় থেকে যাবে যে সব দুর্লভ ছবি

0

স্পোর্টস ডেস্ক: এক যুগ পর ট্রফি। জয়ের পর ঐতিহাসিক সব মুহূর্ত। যা চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের কাছে। তারই কয়েক ঝলক।

লক্ষ তারার মাঝে। ওডিআই বিশ্বকাপে হয়নি।এবার হয়েছে। স্বস্তির উচ্ছ্বাস কেএল রাহুলের। ছবি- এক্স
চলো উৎসব স্টার্ট। উইকেট নিয়েই ডান্ডিয়া নাচে মাতলেন বিরাট-রোহিত। ছবি- এক্স
তুমিই চ্যাম্প। অনুষ্কা শর্মার খুনসুটি বিরাটের সঙ্গে।
ছবি- এক্স
তুমি মা। শামির মায়ের সঙ্গে দেখা হতেই পায়ে হাত দিয়ে প্রণাম। এরপর ফটোসেশন। ছবি- এক্স
গর্ব। বিরাটকে যত্ন করে ব্লেজারটা পরিয়ে দিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। ছবি- এক্স
কোলের সন্তান। ট্রফি নিয়ে সন্তানসম যত্ন অক্ষর প্যাটেলের। ছবি- এক্স
দুবাই লাকি! বুর্জ খলিফায় জ্বলজ্বল করে উঠল টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়নের ছবি। ছবি- এক্স
মিশন সাকসেস। আইসিসি টি২০ ট্রফি জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বপ্নপূরণের পর ড্রেসিংরুমে একাকী রোহিত। ছবি- এক্স
স্বপ্নপূরণ। ট্রফিতে যত্নের চুম্বন ভারত অধিনায়ক রোহিত শর্মার।
ছবি- এক্স
টিম ইন্ডিয়া। একটাই দল যারা শাসন করছে বিশ্বকে। ড্রেসিংরুমে সেই ইউনিটি। ছবি- এক্স

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *