মেসির শ্রেষ্ঠত্ব মানতে নারাজ, নিজেকেই এগিয়ে রাখলেন রোনাল্ডো! রয়েছে অবসরের ভাবনাও!

0

ফুটবল দুনিয়ার চিরচেনা বিতর্ক মেসি নাকি রোনাল্ডো, কে সেরা? গত ১৫ বছর ধরে একটি বিতর্ক যেন থামছেই না। কারণটা স্বাভাবিক। দুজনই প্রশ্নাতীতভাবে সর্বকালের সেরাদের অন্যতম। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশ্য সেরার প্রশ্নে নিজেকে মেসির চেয়ে এগিয়েই রাখলেন রোনাল্ডো।

সাংবাদিক পিয়ার্স মরগ্যানের ইউটিউব শো- আনসেন্সরড উইথ রোনাল্ডোতে সি আর সেভেন কথা বলেছেন তাকে নিয়ে হওয়া সব বিতর্কিত ইস্যুতে। মরগ্যান রোনাল্ডোকে সরাসরি প্রশ্ন করেন, ‘মানুষ বলে মেসি আপনার চেয়ে ভালো, আপনি কী ভাবেন?’ জবাবে ৪০ বছর বয়সী রোনাল্ডো বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এর সঙ্গে একমত নই। এক্ষেত্রে আমি বিনয়ী হতে চাই না।’
বিশ্বকাপ জেতা তাঁর কাছে স্বপ্ন কিনা জিজ্ঞাসা করাতে মরগ্যানকে তিনি সরাসরি বলেন, ‘না, এটা কোনো স্বপ্ন নয়। এটা দিয়ে কী নির্ধারিত হয়? আমি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন কি না? কোনো একটা প্রতিযোগিতা জিতেই? ছয় কিংবা সাতটা ম্যাচ খেলেই! এটা কি ন্যায্য ব্যাপার’?
রোনাল্ডোর এই বক্তব্য যেন পরিস্কার করছে, বিশ্বকাপ জয়ের চাপ তার ক্রীড়াজীবনের সবচেয়ে বড় মানদণ্ড নয়। রোনাল্ডোর এই আত্মবিশ্বাসের পেছনে অবশ্য জোরালো যুক্তিও রয়েছে। কেরিয়ারে ৯৫০ গোলের অবিশ্বাস্য মাইলফলক ছোঁয়া এই তারকা পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরো এবং পরে উয়েফা নেশন্স লিগ জিতেছেন। তার ঝুলিতে আছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ব্যালন ডি’অর এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের বিশ্বরেকর্ড।

এরই পাশাপাশি অবসর নিয়েও নতুন করে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তাতে আশাহত হতেই পারেন সিআর সেভেন ভক্তরা। বয়সটা ৪১–এর দিকে ছুটলে মাঠের পারফরম্যান্সে সেই ছাপ রাখতে চান না সিআরসেভেন। রোনাল্ডো নিজের অবসর প্রসঙ্গে বলেন, ‘শিগগিরই। আমার মনে হয় আমি প্রস্তুত হয়ে উঠছি। যদিও এমন সিদ্ধান্ত খুবই, খুবই কঠিন। কিন্তু ২৫, ২৬-২৭ বছর থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রস্তুতি শুরু করেছিলাম। এই চাপ নিতে আমি সক্ষম বলে মনে করি। যদিও ফুটবলে গোল করার পরের অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।’ ‘সবকিছুরই একটি শুরু ও শেষ আছে। ফলে নিশ্চিতভাবে আমি নিজের ও পরিবারের জন্য এবং সন্তানেদর জন্য আরও বেশি সময় পাব’, আরও যোগ করেন রোনাল্ডো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *