এবার গরমের ছুটিতে অল্প খরচে ঘুরে আসুন এই ৮ জায়গা

আর বেশি দেরি নেই, মাস দেড়েকের মধ্যেই পড়বে গরমের ছুটি। কী পরিকল্পনা এবার?
যদি ইচ্ছা থাকে বেশ কয়েকদিনের জন্য বেরিয়ে আসার, তাহলে দেখে নিন অল্প খরচে কোথায় যেতে পারেন ভ্রমণে?
দেশের ভিতরেই রয়েছে এই কয়েকটি জায়গা।
ভারতের মধ্যেই আছে এমন কিছু ভ্রমণযোগ্য স্থান, যেগুলি এখনও অনেক মানুষের অচেনা। আজ তেমনই কিছু জায়গার রইল হদিশ।

১) কুর্গ, কর্ণাটক- এটিকে ভারতের স্কটল্যান্ডও বলা হয়। এলাকাটি শান্ত, কুয়াশায় আচ্ছন্ন একটি পাহাড়, কফির বাগান এবং ঘন জঙ্গলের জন্য বিখ্যাত। সবুজে ঘেরা প্রকৃতিতে ঘুরে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন কোভাদা খাবার।

২) গ্যাংটক, সিকিম- সিকিমের এই রাজধানী তার শীতল বাতাস, বৌদ্ধ মঠ, মনোরম দৃশ্য এবং দুঃসাহসী ট্রেকের জন্য বিখ্যাত।

৩) সিমলা, হিমাচল প্রদেশ- হিমাচলের পাদদেশে অবস্থিত এই জায়গাটি ঔপনিবেশিক স্থাপত্য, সবুজ মনোরম দৃশ্যের জন্য পরিচিত। দর্শনার্থীরা মল রোড ঘুরে দেখতে পারেন, জাখু পাহাড় থেকে মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন এবং টয় ট্রেনে যাত্রা করতে পারেন।

৪) মুন্নার,কেরল- চা বাগান, শীতল বাতাস, এবং জঙ্গলের জন্য বিখ্যাত এই জায়গা গ্রীষ্মকালে যাওয়ার জন্য ভীষণ উপযুক্ত জায়গা। দর্শনার্থীরা নৈসর্গিক রাস্তায় ট্রেক করতে পারেন, চা জাদুঘর পরিদর্শন করতে পারেন এবং অত্যাশ্চর্য ইরাভিকুলাম জাতীয় উদ্যান ঘুরে দেখতে পারেন।

৫) মানালি, হিমাচল প্রদেশ- তুষারাবৃত চূড়া, স্রোতপূর্ণ নদী এবং আরও অনেকরকম রোমাঞ্চকর কার্যকলাপের জন্য বিখ্যাত। হিমালয়ে ট্রেকিং থেকে প্রাচীন মন্দির অন্বেষণ এবং গরম স্প্রিং-এ বিশ্রাম, পর্যটকদের জন্য রয়েছে নানা রকমের ব্যবস্থা।

৬) লেহ-লাদাখ- রোমাঞ্চকর অভিযান এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এটি উপযুক্ত জায়গা। রুক্ষ পাহাড় এবং নীল হ্রদে ঘেরা। লেহ শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, বৌদ্ধ মঠ এবং ট্রেকিং, রিভার রাফটিং এবং মোটরবাইক চালানোর মতো কার্যকলাপগুলি উপভোগ করার জন্য উপযুক্ত জায়গা

৭) দার্জিলিং,পশ্চিমবঙ্গ- দার্জিলিংকে পাহাড়ের রানি বলেও চেনে মানুষ। চা বাগান, হিমালয়ের মনোরম দৃশ্য এবং ইউনেস্কো (UNESCO) তালিকাভুক্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য বিখ্যাত। দর্শনার্থীরা চা বাগান ঘুরে দেখতে পারেন, কাছাকাছি পাহাড়ে ট্রেকিং করতে যেতে পারেন এবং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে অপূর্ব সূর্যোদয় দেখতে পারেন।

৮) মুন্সিয়ারি, উত্তরাখণ্ড- এটিকে উত্তরাখণ্ডের লুকনো রত্ন বলা হয়ে থাকে। ছুটি কাটানোর মনোরম স্থান হিসেবে বিখ্যাত।
তাহলে অপেক্ষা কিসের? আজই এই বছরের গরমের ছুটি উপভোগ করার জন্য পরিকল্পনা বানিয়ে ফেলুন।