‘অরিজিৎকে নিয়ে ব্যবসাও করবেন, আবার…’ ‘পারিশ্রমিক’ নিয়ে বাবুলের কটাক্ষে পাল্টা রাহুল

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রবিন্দ্রসঙ্গীত গাইবেন, তার জন্য পারিশ্রমিক দেড় কোটি! সম্প্রতি অরিজিৎ সিংকে ঘিরে বাবুল সুপ্রিয়র মন্তব্য রাতারাতি আলোচনায়। বিষয়টা খোলসা করেই বলা যাক। মুম্বইয়ের একটি খ্যাতনামী অডিয়ো সংস্থার বিশেষ উদ্যোগ, হিন্দিতে অনুবাদ করা হচ্ছে ৬টি রবীন্দ্রসঙ্গীত। বাবুল এই গান অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন স্বনামধন্য গানের লেখক অমিতাভ ভট্টাচার্যকে। অন্যদিকে শান, বাবুল সুপ্রিয়, শ্রেয়া ঘোষাল, মধুমন্তী বাগচির পাশাপাশি এই অ্যালবামের দুটি গান গাওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। সেই মতো এগোয় কথা। তবে গায়কের পারিশ্রমিকের অঙ্ক শুনে কার্যত হতবাক হয়েছিলেন বাবুল।

গানের ব্যবসায়িক দিক নয়, বাবুলের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে থাকা আবেগটাকেই এক্ষেত্রে বড়। কাজেই অরিজিতের এমন পারিশ্রমিক চেয়ে বসা মোটেই ভাল চোখে দেখেননি তিনি। অবশ্য এই বিষয়ে অরিজিৎ নীরব থাকলেও সর্বসমক্ষে বাবুলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন অভিনেতা রাহুল মুখোপাধ্যায়।

অরিজিৎ সিংকে নিয়ে বাবুল সুপ্রিয়ের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক মতাদর্শের দিক থেকেও দু’জন দুই ভিন্ন মেরুর। এ বার সঙ্গীতশিল্পীর মন্তব্যের বিরোধিতা করেও তাঁকে একহাত নিলেন অভিনেতা। ফেসবুকে লিখলেন, ‘বলছি, রবীন্দ্রসঙ্গীত তো অনেকেই গাইতে পারেন। অরিজিৎ সিংয়ের কাছেই গেলেন কেন? কারণ তিনি অরিজিৎ সিং। সে গাইলে আসমুদ্রহিমাচল নড়েচড়ে বসে। আর এটা তো একদিনে হয়নি দাদাভাই। অনেক পরিশ্রমের ফসল এই নামটা। আপনারা অরিজিৎ সিংকে নিয়ে ব্যবসা করবেন। টাকা চাইলে রবিঠাকুরকে এগিয়ে দেবেন, তা তো হয় না। তাই না?’ রাহুলের এই কথায় সহমত পোষণ করেছেন অনেকেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *