সুপার সানডে, ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে আছেন দুই কিংবদন্তির লড়াইয়ের

0



স্পোর্টস ডেস্ক: নিঃসন্দেহে সুপার সানডে ক্রিকেটপ্রেমীদের কাছে। কারণটা বলাই বাহুল্য। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে রবিবার মুখোমুখি হবেন দুই কিংবদন্তি। যাদের খেলা দেখার জন্য অপেক্ষা করে থাকতেন আপামর ক্রিকেটপ্রেমীরা। একদিকে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। যিনি মাত্র ১৬ বছর বয়সে অভিষেক ম্যাচে নেমেছিলেন, পঞ্চাশ পেরিয়ে গেলেও মাস্টার্স লিগের প্রধান আকর্ষণে তিনিই। অন্যদিকে নামবেন ক্যারিবিয়ান রাজপুত্র ব্রায়ান চার্লস লারা। দু’জনেই ক্রিকেট ছেড়েছেন অনেকদিন। কিন্তু ২২ গজের অমোঘ টান। ক্রিকেটপ্রেমীরা ভুলতে পারেননি তাঁদের স্মরণীয় সব ইনিংস।
রবিবার ( ১৬ মার্চ) ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।

তাতেই দু’দলের হয়ে খেলবেন দুই কিংবদন্তি ক্রিকেটার। যা ক্রিকেটপ্রমীদের স্মৃতি উস্কে দেবে তা বলাই যায়। ৬টি দল এবার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে অংশ নিয়েছিল। তাতে ভারত ছাড়াও ছিল শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। নবি মুম্বই, ভদোদরা এবং রায়পুর জুড়ে হয় এই প্রতিযোগিতা। এই টুর্নামেন্টেই ৮ মার্চ, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়া মাস্টার্স এবং ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের মধ্যে মুখোমুখি হয়েছিল। তবে সেই ম্যাচে চোটের কারণে খেলেননি শচীন।যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ রানে জয় তুলে নেয় ইন্ডিয়া মাস্টার্স। আর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৪ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেই ফাইনালে পৌঁছন তাঁরা। অন্যদিকে কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন শ্রীলঙ্কাকে ছিটকে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে ক্যারিবিয়ান দল। সেখানে ৩৩ বলে ৪১ রান করে রিটায়ার্ড আউট হন ক্যাপ্টেন ব্রায়ান লারা। শচীন তেন্ডুলকর টুর্নামেন্টের ৫টি ম্যাচে মাঠে নামেন। ৫টি ইনিংসে ব্যাট করে ৩১.২০ গড়ে ১৫৬ রান করেন তিনি। এরমধ্যে অর্ধশতরান করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৪ রানের। সচিন ১৫৬.০০ স্ট্রাইক-রেটে রান করেন। শচীন ছাড়াও বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরা রয়েছেন ভারতের স্কোয়াডে। এছাড়াও আম্বাতি রায়ডু, ইরফান পাঠান, বিনয় কুমার, ধবল কুলকার্নির মতো ক্রিকেটাররাও ভারতের জার্সিতে আবার খেলছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *