‘আমার মনের কথা তোমার কাছে…’ ‘গানে গানে’ শুভশ্রীকে প্রেম পাঠালেন দেব
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘গানে গানে’, দেব কি নিজের মনের কথা শুভশ্রীর কাছে পৌঁছতে পারল? ১২ বছর পর পর্দায় ফিরল সুপারহিট জুটি।
“গানে গানে যদি তোমার মনের কথা, আমার কাছে পৌঁছে যায়…” দু’পাশের পাহাড় জানে তাঁদের ভালোবাসার মানে, কিন্তু একে অপরকে বুঝিয়ে ওঠাই যেন সবচেয়ে কঠিন! আর ঠিক সেই আবেগেই নস্টালজিয়া ছড়াল ‘ধূমকেতু’র প্রথম গান ‘গানে গানে’।
সোমবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি কৌশিক গঙ্গোপাধায় পরিচালিত ‘ধূমকেতু’-র প্রথম গান ‘গানে গানে’। পাহাড়ঘেরা নৈনিতালের ফ্রেমে দেব যেন তাঁর সব মনে কথা উজাড় করে দিল শুভশ্রীর সামনে। রোমান্টিক দেব যেন একেবারে বলিউডি হিরোর ছায়ায় । গানে যেমন প্রেম, তেমনই আছে রসিকতা, খুনসুটি, আর একরাশ ভালবাসার মুহূর্ত।
কণ্ঠে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল, সুর ও কথায় অনুপম রায়। স্রেফ গান নয়, এটা যেন একটা ফিরিয়ে আনা অনুভব—টিনএজ প্রেম, প্রথম স্পর্শ, টিউশনি ফেরা সন্ধ্যে, আর গান-বাজনায় ভরা একটা নস্টালজিক অধ্যায়।
এই গানের কিছু রিভিউ-কমেন্টেই স্পষ্ট—“সেই স্কুল জীবন, টিফিন বেলার আড্ডা, প্রথম প্রেম, পড়ন্ত বিকেল—সব কিছু মনে করিয়ে দিল এই গান। নস্টালজিয়া Boss!” “এই দু’পাশের পাহাড় জানে, আমার ভালোবাসার মানে। তুমিই শুধু এড়িয়ে গেলে রোজ—এটা শুধু গানের কথা নয়, যেন দেব-শুভশ্রীর মনের কথা।”“ছোটবেলায় যেমন দেব দার সিনেমা মন ভাল করে দিত, এই গান আবার ফিরিয়ে নিয়ে গেল সেই দিনে।”
দেব-শুভশ্রীর কেমিস্ট্রি আবার ফিরছে ১২ বছর পর! ‘পরাণ যায় জ্বলিয়া রে’, রোমিও, চ্যালেঞ্জ, ‘খোকাবাবু’—এই সব সুপারহিট ছবির পর আবারও তাঁদের একসঙ্গে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘ধূমকেতু’ যেন সেই পুরনো ম্যাজিককে নতুন মোড়কে ফিরিয়ে আনছে।
এই ছবিটি তৈরি হয়েছিল প্রায় ৯ বছর আগে। প্রযোজক রানা সরকার ও দেবের (অভিনেতা ও সহ-প্রযোজক) মধ্যে বাজেটসহ নানা বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ছবির মুক্তি আটকে ছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে ১৪ আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’।
এই ছবিতে দেবকে দেখা যাবে এক বয়স্ক, পরিণত চরিত্রে—যা তাঁর কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং রোল। অভিনয়ে আছেন শুভশ্রী ছাড়াও রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়।প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও রানা সরকার।
প্রচার শুরুতেই পাশে দাঁড়ালেন দেব-শুভশ্রী—একসঙ্গে ভিডিয়ো বার্তা দিয়ে অনুরাগীদের ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন।এই জুটি ফের একসঙ্গে প্রচারে নামতেই, বহু পুরনো স্মৃতি উঁকি দিচ্ছে ভক্তদের মনে।