‘আমি আসলে সফ্ট টার্গেট’, প্রশংসা করেও দিলীপ ঘোষকে কটাক্ষ ফেরালেন দেব
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
‘দম থাকলে ইস্তফা দিয়ে দিন’, দেবকে কটাক্ষ করে এমনই মন্তব্য ছুড়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যে দিন ধর্মতলায় তৃণমূলের একুশের সমাবেশে উপস্থিত ছিলেন দেব, সেই সময়ে খড়গপুরে ছিলেন দিলীপ। প্রাতঃভ্রমণে বেড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবকে দিয়েছিলেন ‘নিষ্কর্মা’র তকমাও। এ বার সেই কটাক্ষই ফিরিয়ে দিলেন তারকা সাংসদ। কিন্তু প্রশংসার সঙ্গেই।
দিলীপের মন্তব্যকে ঘিরে জবাব দিতে গিয়ে দেব প্রথমেই বলেন, “দিলীপ বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ। আমি কিন্তু এটা বাড়িয়ে বলছি না একদম। আমার কাছে ওঁকে ঘিরে একটা আলাদা সম্মান রয়েছে।” তার পরেই অভিনেতা-সাংসদ যোগ করেন, “আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও যেন মনে হয় দিলীপ বাবু এ বার খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। আর তার জন্য কাউকে একটা তো ঢিল ছুড়তে হবে, তাই আমার দিকেই ছুড়েছেন। আমি তো সবচেয়ে বেশি সফ্ট টার্গেট। কিছু না হলেও দেবকে আক্রমণ করতে হবে।”
পাশাপাশি তিনি দিলীপ ঘোষের প্রশংসা করেও বলেন, “আমার ভীষণ পছন্দের একজন মানুষ। দিলীপ বাবু সামনে সবকিছু বলেন। পিছনে ছুরি মারেন না। একজন অন্যতম রাজনীতিবিদ এবং আমার থেকে সিনিয়র। ওঁ যা বলেছেন, আমি মাথা পেতে নেব।” শেষে দেব এও বলেন, “যদি কোনও মন্তব্য ঠিক করার থাকে, আমি দিলীপ বাবুর নম্বর নিয়ে ফোন করে জিজ্ঞেস করব, মানুষকে ভাল রাখার জন্য আর কী কী করা যেতে পারে?”
এর আগে ঘাটল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে কটাক্ষ করে দিলীপ বলেছিলেন, “দেব প্রতিবার ভোটের সময় কথা দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? ঘাটালের মানুষজন কি দাবি রাখতে পারেন না দেবের কাছে? তাঁদের ছ’মাস জলে ডুবে থাকে। কার চাপে দেব এখনও রাজনীতি করছেন? এ বার ইস্তফা দেওয়া উচিত। ওঁকে তো জোর করে প্রার্থী করা হয়েছে এ বার। প্রতিবার তৃণমূলের তরফে ওঁকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেওয়া হবে। প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো।” এ বার তারই উত্তর ফিরিয়ে দিলেন অভিনেতা।