‘দম থাকলে ইস্তফা দিন’, সর্বসমক্ষে দেবকে ‘নিষ্কর্মা’ বলে কটাক্ষ দিলীপের

সোমবার, ২১ জুলাই ছিল রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সোমবার সোজা স্কটল্যান্ড থেকে ফিরে তৃণমূলের একুশে জুলাই এর মঞ্চে যোগ দিয়েছিলেন ঘাটালের অভিনেতা সাংসদ দেব। অন্য দিকে সেই সময়ে খড়গপুরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকেই অভিনেতা-সাংসদের দিকে কটাক্ষের বাণ ছুড়লেন দিলীপ।
মঙ্গলবার সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রশ্ন করা হয়েছিল তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে। উত্তরে দেবকে কিছুটা কটাক্ষ করেই দিলীপ বলেন, “মেদিনীপুরের ছেলে, ভাল ছেলে। কিন্তু এমন নিষ্কর্মা ভাল ছেলে হয়ে লাভ কী?” একই সঙ্গে তিনি সরাসরি তাঁর দিকে প্রশ্ন ছুড়ে বলেন, “কার চাপে রাজনীতি করছেন?”
এর আগে তিন তিনবার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন দেব। যদিও ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি লড়বেন না বলেই জানিয়ে দিয়েছিলেন অভিনেতা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজি হন তিনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কাজে সাহায্য করবে রাজ্য। কিন্তু সময়সাপেক্ষ হওয়ায় এখনও ভোগান্তি সইতে হচ্ছে ঘাটালবাসীকে।
এ দিন দিলীপ বলেন, “দেব প্রতিবার ভোটের সময় কথা দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? ঘাটালের মানুষজন কি দাবি রাখতে পারেন না দেবের কাছে? তাঁদের ছ’মাস জলে ডুবে থাকে। কার চাপে দেব এখনও রাজনীতি করছেন? এ বার ইস্তফা দেওয়া উচিত। ওঁকে তো জোর করে প্রার্থী করা হয়েছে এ বার। প্রতিবার তৃণমূলের তরফে ওঁকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেওয়া হবে। প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো।”