১০, ২০ নয়, ৯০ সেকেন্ড লেট! ইংরেজদের খেলার স্পিরিট নিয়েই প্রশ্ন শুভমনের

ম্যাঞ্চেস্টারে ম্যাচ। তার আগেই লর্ডসে ইংল্যান্ড ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলে উত্তাপ যেন বাড়িয়ে দিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। ব্রিটিশ খেলোয়াড়দের মানসিকতা ও স্পিরিট নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষবেলায় ৯০ সেকেন্ড পর শ্লথ গতিতে হেঁটে মাঠে ঢোকেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তারজন্য লর্ডস টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলির সঙ্গে মাঠের ভিতরেই লেগে গিয়েছিল শুভমান গিলের সঙ্গে। শুভমন ম্যাঞ্চেস্টারে নামার আগেই স্পষ্ট জানিয়ে দিলেন, খেলার স্পিরিট মেনে চলছে না। বলেন, ‘আমি এই বিষয়টা স্পষ্ট জানিয়ে দিতে চাই। ওইদিন সাত মিনিটের খেলা বাকি ছিল। তবে ওরা ৯০ সেকেন্ড পরে মাঠে নামে। ১০, ২০ নয়, ৯০ সেকেন্ড লেট। হ্যাঁ, সব দলই এইগুলি করে থাকে। আমরা থাকলে আমরাও কম ওভার খেলারই চেষ্টা করতাম। তবে সব কিছুরই তো একটা পদ্ধতি আছে। আমাদের মনে হয়েছিল যদি কেউ শরীরে আঘাত পান, তাহলে মাঠে ফিজিওর আসাটা বাঞ্ছনীয়। সেটা ঠিক আছে। তবে ৯০ সেকেন্ড পরে মাঠে নামাটা আমার মনে হয় এটা ক্রিকেটের স্পিরিটের সঙ্গে মানানসই নয়’।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জ্যাক ক্রলি নানা অছিলায় সময় নষ্ট করতে থাকেন। বুমরাহর বল খেলতেই চাইছিলেন না প্রায়। নানা অজুহাত আর নানা বাহানা। সময় নষ্ট করতে দেখে, বিদ্রুপ করে হাততালি দেন ভারত অধিনায়ক ও সতীর্থরা। শুভমন আরও বলেন, ‘আমি এটা নিয়ে একেবারেই গর্বিত নই। কিন্তু তার জন্য যথেষ্ট কারণ ছিল। হঠাৎ করে এমনটা হয়নি। আমরা তো ইচ্ছা করে এমনটা করেনি। সবাই ম্যাচটা খেলে জেতার জন্য। অনেক আবেগ জড়িয়ে থাকে এর সঙ্গে। তারপর যখন সামনে এমন কিছু দেখি যেটা অনুচিত, তখন ওই ধরনের আবেগ তো বেরিয়ে আসেই।’
