পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠল লাল হলুদের মেয়েরা, আন্তর্জাতিক মঞ্চে ফের জয় ইস্টবেঙ্গলের

0

ডুরান্ড কাপ আসেনি, আইএফএ শিল্ডও জয় হয়নি, এমনকি সুপার কাপেও তীরে এসে তরী ডুবেছে ইস্টবেঙ্গলের। হতাশ সমর্থকরা। তাদের আশার মশাল কিন্তু জ্বালিয়ে যাচ্ছে লাল হলুদের মেয়েরা। বিদেশের দলগুলোর বিরুদ্ধে কখনও লড়াকু পারফরমেন্স, কখনও সরাসরি জয়।

বৃহস্পতিবার সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের করাচি সিটি উইমেনস ফুটবল ক্লাবকে ২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গোটা ম্যাচেই দাপট ছিল লাল হলুদ ব্রিগেডের। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন সুলঞ্জনা রাউল ও রেস্টি নার্জিনারি। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল। প্রথমার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও ইস্টবেঙ্গল অবশ্য আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে গোল করেন রেস্টি নার্জিনারি। তাতেই পাকিস্তানের দলের ভাগ্যে হার লেখা হয়ে যায়। এমনিতেই ভারত-পাক রাজনৈতিক চাপানউতোরে সবসময়ই হাইভোল্টেজ পরিস্থিতি হয়ে থাকে। খেলার মাঠেও তার প্রভাব থাকে। সেদিক থেকে পাকিস্তানের ক্লাবকে হারিয়ে ভারতের সুনাম অক্ষুণ্ণ রাখল লাল হলুদের মেয়েরা।

প্রথম ম্যাচেও জয় পেয়েছিল ইস্টবেঙ্গলের মেয়েরা। ভুটানের দল ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ উড়িয়ে যাত্রা শুরু করেছিল।এর ফলে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে গ্রুপ শীর্ষে রইল ইস্টবেঙ্গল।রাউন্ড রবিন পর্বে ফাজিলাদের আরও দু’টি ম্যাচ বাকি রয়েছে। অ্যান্টনি স্যামসন অ্যান্ড্রুজের কোচিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গলের মহিলা দল। এই টুর্নামেন্টে প্রথমবারই ফাইনালে পৌঁছতে বদ্ধপরিকর লাল হলুদের মেয়েরা। নেপালের এপিএফ উইমেনস ফুটবল ক্লাব এবং বাংলাদেশের নাসরিন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ বাকি। সেই দুই ম্যাচও জিতে ফাইনাল নিশ্চিত করতে চান সুলঞ্জনারা। উল্লেখ্য,  ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। তাতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে খেলার ছাড়পত্র পায়।কন্যাশ্রী কাপও জেতে ইস্টবেঙ্গল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *