কলকাতার চাকরি ছেড়ে বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন, জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কলকাতাতেই প্রথম চাকরি।পরে হয়েছেন কলকাতার জামাই। তিনিই পরবর্তীকালে হয়ে উঠেছেন বলিউডের অন্যতম মহীরুহ। পরিচয় পেয়েছেন বলিউডের শাহেনশা নামে। ভারতীয় চলচ্চিত্রে তিনি জীবন্ত কিংবদন্তি। শনিবার ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন।তিনি দেখিয়েছেন, শারীরিক কিংবা মানসিক কোনো বাধাই স্বপ্নপূরণের পথে প্রাচীর তুলতে পারে না।প্রতি বছর ১১ অক্টোবর ভারতীয় সিনেমার এই মহানায়কের জন্মদিন পালিত হয়। এবারও ব্যতিক্রম হয়নি। ৮৩ বছরের জন্মদিনেও তাঁর বাংলো জলসার সামনে সকাল থেকে ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। কারও হাতে ফুল, কারও হাতে শুভেচ্ছাপত্র, কেউ মোবাইল ক্যামেরা চালু করে ঠায় অপেক্ষা করে ছিলেন। ৮৩তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলির স্মৃতিচারণ করে এক্স হ্যান্ডেলে তিনি অমিতাভের উদ্দেশে লিখেছেন, ‘সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।’ রাজনৈতিক স্মৃতি টেনে এনে মমতা লেখেন, ‘১৯৮৪ সালে আমরা দুজন প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ও জয়া বচ্চনের উপস্থিতি আমাদের আপ্লূত করেছিল। আপনারা আমাদের উৎসব পরিবারেরই অংশ।’

কলকাতার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্ক দীর্ঘদিনের। একসময় এই শহরে তিনি চাকরি করতেন। কলকাতায় ‘বার্ড অ্যান্ড হিলজার্স’, পরে ‘ব্লাকার্স’ নামের একটি শিপিং কোম্পানিতে কাজ করতেন তিনি। কলকাতায় থিয়েটারও করতেন। পরে রেডিওতে কাজ করতে গিয়ে কণ্ঠস্বরের কারণে অডিশনে ব্যর্থ হন। তাঁর গলা নাকি ‘উপযুক্ত নয় সম্প্রচারের জন্য’। অমিতাভ সেই সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তারা বলেছিল আমার গলা ভালো না। আমি ভেবেছিলাম, একদিন এই গলায়ই মানুষ শুনবে ইতিহাস।’ এবং সেটাই হয়েছে। পরিচালক মৃণাল সেন তার ‘ভুবন সোমে’ ছবিতে অমিতাভের কণ্ঠ ব্যবহার করেন। সেই শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।


শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, অমিতাভ বচ্চনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদা লেখেন, ‘শুভ জন্মদিন অমিত জি। প্রত্যেকটা মানুষের কাছে আপনি একজন আইকন। আপনার সুস্থতা কামনা করি।’ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সোহম চক্রবর্তীও। পুরনো একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আপনি শুধু হিন্দি চলচ্চিত্র নয়, গোটা ভারতীয় চলচ্চিত্রের আইকন। আপনার সুস্থতার জন্য কামনা করি ঈশ্বরের কাছে।’ শুভেচ্ছা জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *