তৈরি হল ইতিহাস! বিদেশের মাটিতে ইস্টবেঙ্গলই প্রথম! ছেলেদের পর মেয়েরাও হারাল ইরানের ক্লাবকে
বিদেশের মাটিতে জ্বলে উঠল লাল হলুদের মেয়েরা। মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রপ পর্বে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারাল ইরানের ক্লাব বাম খাতুন এফসি-কে। ইস্টবেঙ্গলই ভারতের প্রথম ক্লাব, কোনও প্রতিযোগিতায় ছেলেদের ও মেয়েদের দু’বিভাগেই ইরানের ক্লাবকে হারাল। তাতেই তৈরি হল ইতিহাস। অতীতে ২৫ সেপ্টেম্বর ১৯৭০ সালে লাল হলুদের ছেলেরা ১-০ গোলে হারিয়েছিল ইরানের পাস তেহরানকে। আর এ বার মেয়েরা জয় পেল, তাও আবার ৩-১ গোলে।

ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়ন দল, যেন পাত্তাই দিল না লাল হলুদের মহিলা ব্রিগেড। তিন গোল দিলেও, আরও বেশি গোলেই জিততে পারত ইস্টবেঙ্গল। ম্যাচের একদম শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে লাল হলুদ। চার মিনিটের মধ্যেই শিলকি দেবীর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৩২ মিনিটে উগান্ডার স্ট্রাইকার ফাজিলার গোলে ব্যবধান বাড়ে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে পেনাল্টি পায় ইরানের দল। মোনা হামুদির গোলে ব্যবধান কমায় বাম খাতুন। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ছিল ইস্টবেঙ্গলের পক্ষে ২-১। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আর গোল না হলেও, শেষদিকে চাপ তৈরি করে লাল হলুদ বাহিনী। তাতেই ফল মেলে। প্রায় ২৫ গজ দূর থেকে নানজিরির দুরন্ত শটে বল জালে জড়িয়ে নিশ্চিত করে ৩-১ জয়। গত মরসুমে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতে ইতিহাস গড়ে এশিয়ার মূল পর্বে ওঠে ইস্টবেঙ্গল। আগস্টে প্লে–অফে ফনম পেন ক্রাউন ও কিচি এসসি–কে হারিয়ে গ্রুপ–স্টেজের টিকিট পেয়েছিল তারা। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এই ম্যাচ জেতায় আত্মবিশ্বাস বাড়বে নিশ্চিত অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েদের।

আগামী ২০ নভেম্বর লাল হলুদের মেয়েরা মুখোমুখি হবে চিনা লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন ও বর্তমান এশিয়ান শিরোপাধারী চিনের উহান জিয়াংদার, এরপর রবিবার প্রতিপক্ষ উজবেকিস্তানের নাসাফ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে, পাশাপাশি সেরা দুটি তৃতীয় স্থানের দলও শেষ আটে প্রবেশ করবে। কোয়ার্টার ফাইনালে উঠতে ইস্টবেঙ্গলের প্রয়োজন চার পয়েন্ট। আপাতত সেটাই লক্ষ্য লাল হলুদের।
