অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেয়েদের বীরগাঁথার পর ছেলেদের টি২০তে লজ্জার হার ভারতের
২৪ ঘণ্টাও হয়নি। ঘোর কাটেনি ভারতবাসীর। মেয়েদের ক্রিকেটে অজিদের দর্পচূর্ণ করে ‘অবিশ্বাস্য’ জয় ভারতীয় মেয়েদের। এরমধ্যেই ভারতবাসী দেখল অজিদের কাছে ‘অবিশ্বাস্য’ আত্মসমর্পণ ছেলেদের। টি২০ ক্রিকেটে প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া নিজেদের মাটিতেই ধুয়ে দিল যেন ভারতকে। ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারত গুটিয়ে যায় ১২৫ রানে। জবাবে ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ভারত প্রথম ম্যাচে ভাল খেলার ইঙ্গিত দিলেও, এ দিন অভিষেক শর্মা বাদে আর কেউই বড় কিছু করতে পারেননি। শুরুতে একাই ধস নামিয়ে দিয়েছেন জশ হ্যাজেলউড। ২ ব্যাটার ছাড়া বাকিদের রান মোবাইলের ডিজিটের মতোই এক অঙ্কেই সীমাবদ্ধ। যেমন শুভমন গিল ৫, সঞ্জু স্যামসন ২, সূর্যকুমার যাদব ১, তিলক বর্মা ০, অক্ষর প্যাটেল ৭, শিবম দুবে ৪, কুলদীপ যাদব ০, জসপ্রীত বুমরাহ ০, বরুণ চক্রবর্তীও অপরাজিত ০। যে’টুকু ভারতকে শুরু থেকে এগিয়ে নিয়ে গেছেন, তিনি আইসিসির এক নম্বর ব্যাটার অভিষেক যাদব। ৩৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এরমধ্যে ৮ চার ও ২ ছক্কা। তাঁরসঙ্গে ভারতকে এগিয়ে নিয়ে গেছেন হর্ষিত রানা। ৩৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। ৮ বল বাকি থাকতেই মাত্র ১২৫ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস।
অল্প লক্ষ্যমাত্রা।
ঝড়ের গতিতেই জবাবে রান তোলা শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম উইকেট হারায় ৫১ রানে। ট্রাভিস হেডকে ফেরান বরুণ চক্রবর্তী। এরপর কুলদীপ যখন মার্শকে ফেরান, তখন অস্ট্রেলিয়ার রান ৮৭। ৯০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু তাতেও ম্যাচের রঙ বদলের কোনও সম্ভাবনা তৈরি হয়নি।
হ্যাজেলউড যেখানে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ মূল্যবান উইকেট তুলেছেন। সেখানে ভারতের জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ লিড নিলেন মার্শরা। দুই দলের পরবর্তী ম্যাচ রবিবার।


 
                       
                       
                       
                       
                      