জেমিমার চোখের জলেই গড়া হয়ে যায় ইতিহাস! একাধিক নজির-রেকর্ড! দেখে নিন একঝলক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন ভারতের জেমিমা রডরিগেজ। জেমিমার ১২৭ রানের ইনিংস সেমিফাইনালে ভারতকে জয় এনে দিয়েছে। নজির গড়েছে ভারতও। নজির গড়তে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। একঝলকে দেখে নেওয়া যাক, সেমিফাইনালের ম্যাচের পর বেশ কিছু পরিসংখ্যান।
* মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার নজির গড়েছেন হরমনপ্রীতরা। চলতি টুর্নামেন্টেই ৩৩১ রান তাড়া করেছিল অস্ট্রেলিয়া। মহিলাদের ওয়ানডেতে সেটাই সর্বোচ্চ রান তাড়া ছিল এতদিন।

* ছেলে ও মেয়েদের ওয়ানডে, সবমিলিয়ে নকআউট ম্যাচে ৩০০–এর বেশি রানের লক্ষ্য তাড়া করে জয়ের নজির এই নিয়ে তিনবার। এর আগে ১৯৯৮ সালে ইনডিপেনডেন্স কাপের তৃতীয় ফাইনালে পাকিস্তানের ৩১৪ রান তাড়া করে জিতেছিল ভারত। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের ৩২৫ রান তাড়া করে জেতে ভারত।
- অস্ট্রেলিয়া ৩৩৮ রান করার পর ভারত ৩৪১ রান করে। সবমিলিয়ে দু’দলের সংগ্রহ ৬৭৯ রান, মহিলাদের বিশ্বকাপে একম্যাচে সর্বোচ্চ। ২০১৭ সালে ব্রিস্টলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচে উঠেছিল ৬৭৮ রান।
- বিশ্বকাপে টানা ১৫ ম্যাচ জেতার নজির ছিল অস্ট্রেলিয়ার। ১৯৯৭ সালেও এই নজির গড়ে মহিলা অজি দল। অ্যালিসা হিলিরা সেই রেকর্ড ভাঙতে পারলেন না।
- ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে সেঞ্চুরি করেছেন জেমিমা রডরিগেজ। ২০১৭ সালের বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন হরমনপ্রীত কৌর। সেই ম্যাচেও জয় পায় ভারত।
- দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে শতরান করেছেন জেমিমা। মহিলা ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ড অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ডের দখলে। তিনিও এই দিনই ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ২২ বছর ১৯৫ দিন বয়সে। জেমিমার শতরান ২৫ বছর ৫৫ দিন বয়সে।
- মহিলা ওয়ানডেতে রান তাড়ায় ভারতের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন জেমিমা রডরিগেজ। গত মাসে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৫ রানের ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা।
