শ্রীজিৎ, জয়দীপদের সঙ্গে বৈঠকে মিটল সমস্যা, কোন পথে হাঁটবেন নতুন গিল্ডের পরিচালকেরা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ডের মধ্যের সমীকরণ কি অবশেষে মিলল? গত বৃহস্পতিবার রাতের আলোচনাকে এটাই সবচেয়ে বড় প্রশ্ন? যদিও মিটিং শেষে কিছুটা সবুজ সংকেতই দিলেন সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এ দিন, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়, শমীক বোসদের সঙ্গে আলোচনায় বসেছিলেন স্বরূপ। বৈঠক শেষে শান্তিপূর্ণ মীমাংসারই বার্তা দিলেন তাঁরা।
এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বরূপ বিশ্বাস বলেন, “বিভিন্ন বিষয় নিয়ে ফেডারেশন এবং পরিচালক গিল্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। অনেকেই বলছেন লড়াই চলছে। পরিচালকরাও তার মধ্যে যুক্ত হয়ে পড়েছিলেন। আজকে আমরা টেলিভিশন, ওটিটির সঙ্গে যুক্ত পরিচালকদের সঙ্গে ঘরোয়া আড্ডার মাধ্যমে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল কারণ আমাদের মাঝখানে একটা পর্দা দেওয়া ছিল। যেখানে এক পক্ষকে আরেক পক্ষের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছিল না। আমরা যদি সেই কথাগুলো নিজেদের মধ্যে আলোচনা করি, তাহলে এই সমস্যা আর থাকে না। আমরা ঠিক করেছি প্রতি দু’মাস, তিন মাসের মধ্যে মাসের দ্বিতীয় রবিবার বসে আজকের মতো একটা আড্ডা দেব এবং সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমাধানসূত্র বের করব। যাতে পরিচালক এবং ফেডারেশন বা অন্যান্য কলাকুশলীর মধ্যে যে দূরত্ব তৈরি করে দেওয়ার প্রচেষ্টা চলছে, সেটা যেন বাস্তবায়িত না হয়। সেই জন্যেই আজকের এই আলোচনা। খুবই সদর্থক আলোচনা হয়েছে।”
স্বরূপের সঙ্গে সহমত পোষণ করেছেন জয়দীপও। তিনি বলেন, “একাধিক বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আমরা। সেগুলো নিয়েই আজ কথা হল। অনেকটাই বোঝাতে পেরেছি। ভবিষ্যতে সেগুলো সমাধানের চেষ্টা করব। আমার ধারণা, আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে মিটবে।”
অন্য দিকে শ্রীজিৎ রায় বলেন, “আগামী দিনে একসঙ্গে কী ভাবে কাজ করব, কী ভাবে আমাদের সমস্যা মেটাব, এখন সেটাই দেখার। আমাদের সংসারের সমস্যা সংসারেই মিটবে। এর বাইরে যাবে না। স্বরূপদা আজকে আমাদের অনেকটাই বুঝিয়ে দিয়েছেন। পরবর্তীতে কোনও সমস্যা হলে সরাসরি ফেডারেশন বা স্বরূপদার সঙ্গেই যোগাযোগ করব।” একই মত শমীক বোসেরও। তিনি বলেন, “একটা সুস্থ আলোচনা হয়েছে। আশা রাখছি ভবিষ্যতেও কাজের সুস্থ পরিবেশ পাব।” সৌমেন হালদারেরও মতে, “একসঙ্গে কাজ করলে কাজের পরিধি বাড়বে।”
কিন্তু এখন প্রশ্ন হল, শ্রীজিৎ, জয়দীপদের সমস্যা মিটলেও নতুন গিল্ডের পরিচালকদের ভবিষ্যৎ কী হবে? এর আগে ফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়-সহ অন্যান্যরা। সমস্যার সমাধান খুঁজতে আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে কি এখনও মতবিরোধ রয়েছে? এই প্রসঙ্গে স্বরূপ বিশ্বাসকে প্রশ্ন করা হলে, তাঁর সাফ জবাব, “যাঁরা মনে করেছেন, আদালত তাঁদের সমাধানসূত্র দেবেন, তাঁরা আদালতে গিয়েছেন। যাঁরা মনে করেছেন, ফেডারেশনের সঙ্গে বসে সমাধান করা যাবে, সেই ৯০-৯৫ শতাংশ মানুষ এখানে চলে এসেছেন।”