ছাতার আড়ালে কাজল-পুত্র! ‘প্লিজ, ছবি তুলবেন না’, ছবিশিকারিদের কাছে আবদার যুগের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুম্বইয়ের ফুটপাতেও এখন যেন তারকাদের শান্তি নেই, আর সেই তালিকায় যুক্ত হয়েছেন তারকা-সন্তানেরাও। বিমানবন্দর হোক বা রেস্তোরাঁ, পাপারাৎজিদের দৌরাত্ম্য থেকে মুক্তি নেই। অভিযোগ, ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়েন তাঁরা। এই ক’দিন আগেই হৃতিক রোশনের ছেলের পিছু নেওয়া হয়েছিল। এ বার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন অজয় দেবগন ও কাজলের ছেলে যুগ দেবগন।
শনিবারের বৃষ্টির দিন, মুম্বইয়ের এক শরীরচর্চা কেন্দ্র থেকে ফিরছিল বছর পনেরোর যুগকে। পাশে নিরাপত্তারক্ষী, সামনে বড় কালো ছাতা ধরে আছেন অন্য একজন। কারণ, সেই ছাতার আড়ালেই মুখ লুকাতে চাইছিল যুগ। ফুটপাত ধরে হাঁটছিল সে, কিন্তু পাপারাৎজিদের ক্যামেরা তখন যেন শিকারের অপেক্ষায়। সেই অবস্থাতেও প্রায় মাটিতে বসে তাঁর ছবি তোলার চেষ্টা চলতে থাকে। যুগ অস্বস্তি বোধ করছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল, শেষে সে আর থাকতে পারেনি। হাত জোড় করে অনুরোধ করে বলে ওঠে, “প্লিজ, ছবি তুলবেন না।”
কাজল-পুত্রের এই ভিডিও নেটমাধ্যমে আসতেই শুরু হয়ে যায় শোরগোল। একজন কিশোরের এমন অসহায় অনুরোধ অনেকের মন ছুঁয়েছে। ‘ওকে ওর মতো করে বাঁচতে দিন’,কেউ লিখছেন এই কথা, তো কেউ আবার প্রশ্ন তুলছেন, ‘সে তো তারকা নয়, কেন তাঁকে রেহাই দিচ্ছে না?’
কাজল-কন্যা নিসা দেবগন ছবিশিকারিদের সামনে এলেও তাঁকে ছবি তুলতে কখনও আপত্তি জানাতে দেখা যায় না। রাতের ক্লাব হোক বা দিনের কেনাকাটা— ছবিশিকারিদের ক্যামেরা তার সঙ্গে লেগেই থাকে। কিন্তু ছেলে যুগ এই আলো ঝলমলে জীবন থেকে খানিকটা দূরেই থাকতে চায়।
দিন কয়েক আগে ১৫ বছরে পা দিয়েছে যুগ। বাবা অজয় দেবগন তাঁর জন্মদিনে লিখেছিলেন, ‘আমার সবচেয়ে বড় সমালোচক আর সবচেয়ে নরম কোণা… হ্যাপি বার্থডে, মাই বয়।’ সম্প্রতি অবশ্য যুগের বড় পর্দায় হাতেখড়ি হয়েছে। বাবার সঙ্গেই কণ্ঠ দিয়েছিল কারাতে কিড: লেজেন্ডস ছবির হিন্দি সংস্করণে। ছবির নায়ক লি ফং চরিত্রে শোনা গিয়েছে যুগের গলা।
