‘কভি খুশি কভি গম’-এর স্মৃতিতে সপ্তমী, মণ্ডপে কাজল-জয়ার আলিঙ্গন, দারুণ খুশি ‘শাশুড়ি’ জয়া

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ল বলে! মুম্বইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো শুধু একটি পুজো নয়, এ যেন মুখোপাধ্যায় পরিবারের ভালবাসার এক বার্ষিক ঐতিহ্য, উপস্থিত থাকেন বলিপাড়ার তারকারাও। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। এই বারও তার অন্যথা হয়নি, তবে আনন্দের আবহে মিশে ছিল একটা চাপা সুর, বিষাদের, ভালবাসার। 

ঢাকের তালে জমজমাট সপ্তমীর দুপুর, ভিড় জমেছে তারকাদের। হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরলেন জয়া বচ্চন আর কাজল। পাশে রানি-তানিশারা, তবে আবেগও গাঢ়—প্রয়াত দেব ও রনো মুখোপাধ্যায়ের স্মৃতিতে চোখ ভিজল পরিবারের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ‘কভি খুশি কভি গম’ নস্ট্যাজিয়া।

উত্তর মুম্বইয়ের এই পুজোয় জয়া বচ্চনের উপস্থিতি বহু বছরের চেনা ছবি। অফ-হোয়াইট এবং সোনালি জড়ির কাজ করা জমকালো শাড়িতে জয়া বচ্চন মণ্ডপে পা রাখতেই কাজল হাসি মুখে তাঁকে অভ্যর্থনা জানালেন। সেই মুহূর্তের উষ্ণ আলিঙ্গন আর হাসিমাখা মুখ দেখে নেটপাড়ার দর্শকরা ফের একবার পুরনো স্মৃতিতে ভেসে গেলেন।

তবে এই পুনর্মিলন আরও বেশি মন ছুঁয়ে গেল জয়া-কাজলের একান্ত আড্ডায়। প্রবীণ অভিনেত্রীর শাড়ির সাজ দেখে মুগ্ধ কাজল মজা করে বলেই ফেললেন, “যাচ্ছি তোমার আলমারিতে রেড করতে…”। এই খুনসুটি আর সস্নেহ মজাতেই বোঝা গেল, সিনেমার বাইরেও তাঁদের সম্পর্ক ঠিক কতটা আন্তরিক।

অন্যদিকে, এই আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেও ছিল গভীর এক বিষণ্ণতার ছায়া। এ বছর দেব মুখার্জি (অয়ন মুখোপাধ্যায়ের বাবা) এবং রনো মুখোপাধ্যায়কে হারিয়েছে মুখোপাধ্যায় পরিবার। ষষ্ঠীর দিন প্রতিমা উন্মোচনের পর দিদি কাজল, রানি, তনুশা এবং শর্বরী মুখোপাধ্যায়কে দেখা গেল চোখে জল নিয়ে একে অপরের সঙ্গে গলা মেলাতে। অয়ন মুখার্জিকেও দেখা গেল বোনেদের সঙ্গে প্রতিমার সামনে ছবি তুলতে।

এরমধ্যেই কাজল আর জয়া বচ্চনের এই বহু প্রতীক্ষিত মিলন যেন উৎসবের আবহে আরও একটু রসবোধ এবং আন্তরিকতা যোগ করলো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *