‘রাত গয়ি, বাত গয়ি’, স্বামীদের পরকীয়াকে ছোট ভুল বলে সম্মতি কাজল-টুইঙ্কলের!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডে বিতর্ক যেন তাঁদের পিছুই ছাড়ে না। মুখ খুললেই তিরস্কার, আর সেই তালিকায় ফের যোগ হল কাজল ও টুইঙ্কল খান্নার নাম। সদ্য আমাজন প্রাইমে শুরু হওয়া তাঁদের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর সাম্প্রতিক এপিসোডেই উড়ল নতুন ঝড়। অতিথি ছিলেন করণ জোহর ও জাহ্নবী কাপুর। আলাপ চলছিল প্রেম, বিবাহ আর বোঝাপড়া নিয়ে। কথার ফাঁকে টুইঙ্কল হঠাৎ প্রশ্ন ছুড়লেন— “বিয়ে টিকিয়ে রাখার জন্য প্রেম না বোঝাপড়া, কোনটা বেশি দরকার?”

জাহ্নবী ও টুইঙ্কল প্রেমের পক্ষে, কিন্তু কাজল মত দিলেন বোঝাপড়া ছাড়া সম্পর্ক টেকে না, কাজলের এই মন্তব্যের পর টুইঙ্কল প্রশ্ন তোলেন, মানসিক নাকি শারীরিক—সঙ্গীর কোন বিশ্বাসঘাতকতা বেশি আঘাত দেয়? জাহ্নবীর মন্তব্য, “স্বামীর পরকীয়া মানা যায় না।” কিন্তু করণ জোহরের পালটা কথা, “শুধু শারীরিক সম্পর্কের জন্য কোনও বন্ধন ভাঙা ঠিক নয়।” সেই কথাতেই টুইঙ্কলের হালকা হাসি, “আমরা পঞ্চাশ পেরিয়েছি, রাত গয়ি বাত গয়ি।” কাজলও সায় দিলেন।

ব্যস, বাকিটা ইতিহাস! নেটপাড়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও ক্লিপ। কেউ লিখেছেন, ‘নিজেদের স্বামীদের কীর্তি ঢাকছেন।’ কেউ কটাক্ষ করলেন, ‘বছরের পর বছর প্রতারণা সহ্য করেই এমন সহানুভূতিশীল মন্তব্য।’ আবার কেউ কেউ লিখেছেন, ‘স্বামীর প্রতারণা সামলাতে গিয়েই হয়তো এটাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছেন তাঁরা’। কেউ আবার জাহ্নবীর সমর্থনে লিখলেন, “আশা করি, ও নিজের অবস্থান এভাবেই ধরে রাখবে।”

অজয় দেবগন আর অক্ষয় কুমারের নাম যদিও সরাসরি উচ্চারণ করেননি কেউ, কিন্তু ইঙ্গিতের সুরে ‘স্বামীর পরকীয়া মেনে নেওয়া’ মন্তব্য ঘিরে গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়া। বলিউডের দুই তারকা স্ত্রী-র মুখ থেকে বেরনো এই হালকা সংলাপ এখন পরিণত হয়েছে এক গম্ভীর বিতর্কে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *