বিরাট ও রোহিত প্রমাণ করলেন, তাঁদের প্রমাণ করার কিছু নেই, ২ তারকারই ঝলমলে সেঞ্চুরিতে রেকর্ড

0

তাঁরা প্রমাণ করলেন, তাঁদের আর প্রমাণ করার কিছু নেই। বিরাট কোহলি ও রোহিত শর্মা। দু’জনেই ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। দু’জনেরই ব্যাটে ঝলমলে সেঞ্চুরি। দিল্লির হয়ে অন্ধ্র প্রদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ দেড় দশক পর আজ বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন হয়েছে কোহলির। অন্যদিকে, রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেটে নামলেন ৭ বছর পর। সিকিমের বিরুদ্ধে ৬২ বলে রোহিত শর্মা সেঞ্চুরি করেন, অন্যদিকে বিরাট কোহলি সেঞ্চুরি করতে নিলেন ৮৫ বল।

তবে সবকিছুই ছাপিয়ে গেল বিরাট কোহলির রেকর্ড। কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে ছাড়িয়ে গেলেন বিরাট। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৬ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে (ওয়ানডে) কোহলির ১৬ হাজার রান করতে লাগল ৩৩০ ইনিংস, শচীনের লেগেছিল ৩৯১ ইনিংস।মাইলফলক স্পর্শ করতে মাত্র ১ রানই দরকার ছিল বিরাটের। তবে মাত্র ১ করে অভিজাত ক্লাবে ঢুকে থেমে থাকেননি। বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে মাঠে নেমে করেছেন ১০১ বলে ১৩১ রান। তাঁর দুর্দান্ত এই ইনিংসে ভর করে অন্ধ্র প্রদেশের বিপক্ষে ম্যাচটা ৪ উইকেটে জিতেছে দিল্লি।শুধু ১৬ হাজারেই নয়, এর আগে পুরুষদের লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার, ১৩ হাজার, ১৪ হাজার, ১৫ হাজার রানেরও রেকর্ডও কোহলিরই। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রান করা বাকি সাতজন হলেন কুমার সাঙ্গাকারা, ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, গর্ডন গ্রিনিজ, গ্রাহাম গুচ, সনৎ জয়সূর্য ও গ্রায়েম হিক।

অন্যদিকে রোহিত মাত্র ৯৪ বলে খেলেন ১৫৫ রানের ইনিংস।ইনিংসে ১৮টি চার, ৯টি ছক্কা। লিস্ট-এ ক্রিকেটে করেছেন নিজের দ্রুততম সেঞ্চুরি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে করা ৬৩ বলে সেঞ্চুরিকে আজ ছাড়িয়ে গেছেন রোহিত। বিজয় হাজারে ট্রফিতে সিকিমের বিরুদ্ধে অনায়াসেই জয় পায় মুম্বই। টস জিতে ব্যাট করে সিকিম নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৩৬রান। মুম্বই ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *