‘জাত, ধর্ম আলাদা, ভেদাভেদ ভাল-খারাপের, এরা খারাপ মানুষ’, সন্ত্রাসবাদীদের নিয়ে মত মমতা শঙ্করের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২২ এপ্রিল। শান্ত কাশ্মীর হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। তার রেশ এখনও কাটেনি বললেই চলে। নিরীহ হিন্দু পর্যটকদের নির্বিচারে গুলি করে জঙ্গিরা। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই। নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। এ বার ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর।

অভিনেত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি আডিশনকে বলেন, “এইভাবে বেছে বেছে ধর্মকে আলাদা করা, অত্যন্ত খারাপ এবং ঘৃণ্য ঘটনা। আমার কিছু বলার ভাষা নেই। এরা মানুষ নয়।” পর্যটকদের উপর গুলিবর্ষণের আগে তাঁদের ধর্ম জিজ্ঞেস করেছিল সন্ত্রাসবাদীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই আরও প্রকট হয়েছে ধর্মীয় ভেদাভেদ। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা শঙ্করের মনে হয়, এই ভেদাভেদ ধর্ম কিংবা জাতের নয়, বরং পার্থক্য ভাল মানুষ এবং খারাপ মানুষের মধ্যে।

তিনি বলেন, “আমার মতে জাত-ধর্ম আলাদা, এখানে ভেদাভেদটা খারাপ মানুষ এবং ভাল মানুষের মধ্যে। খারাপ মানুষেরা এটাই করবে। ভাল মানুষেরা কখনই এমন কাজ করতে পারবে না। যারা এই কাজটা করেছে, তারা খারাপ মানুষ।”

চলতি সপ্তাহে নিরীহ হিন্দুদের উপর হওয়া হত্যাকাণ্ডে মুহূর্তে থমকে গিয়েছে গোটা দেশ। কাশ্মীরের ‘মিনি সুইৎজারল্যান্ড’ হিসাবে পরিচিত সবুজে ঢাকা বৈসরন উপত্যকা। এই নৈসর্গিক দৃশ্য যে কীভাবে দুঃস্বপ্নে পরিণত হবে, তা যেন কল্পনাও করতে পারেননি পর্যটকরা। এই ঘটনার পর থেকেই এক এক করে সরব হচ্ছেন সকলে। এ বার এই ভাবেই প্রতিবাদের সুর চড়ালেন মমতা শঙ্কর।


About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *