৬ উইকেট নিয়ে আক্রমের রেকর্ড ভাঙলেন স্টার্ক, সেঞ্চুরি করে একাই টানছেন রুট
অ্যাশেজে খেলাটা অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা হল জো রুট বনাম মিচেল স্টার্কের। একজন বল হাতে কামাল করলেন। অন্যজন ব্যাট হাতে একাই দলকে টানলেন। প্রায় দু’যুগ রেকর্ডটা নিজের করেই রেখেছিলেন ওয়াসিম আক্রম। বাঁ হাতি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার শীর্ষে নামটাই ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের।পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারকে পেছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ান বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক।ব্রিসবেনে আক্রমের ৪১৪ উইকেটের রেকর্ড ভেঙে ৪১৫ উইকেটে পৌঁছলেন স্টার্ক।আক্রম রেকর্ড করেছিলেন ১০৪ ম্যাচে। স্টার্ক করলেন ১০২ ম্যাচে।

৯ উইকেটে ৩২৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। এরমধ্যে অস্ট্রেলিয়ার হয়ে একাই ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। অন্যদিকে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন জো রুট। দিনের শেষে রুট ১৩৫ আর জোফ্রা আর্চার ৩২ রানে অপরাজিত আছেন। রুটের টেস্ট কেরিয়ারে এটা ৪০তম সেঞ্চুরি। পাশাপাশি অবশ্য রান পেয়েছেন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলিও, করেছেন ৭৬ রান।

ইংল্যান্ডকে শুরুতেই ঝটকাটা দেন স্টার্কই। শূন্য রানেই ফিরিয়ে দেন ডাকেট, পোপকে। মাত্র ৫ রানের মধ্যেই তিনি ফিরিয়ে দেন ২ ক্রিকেটারকে। এরপর তৃতীয় উইকেটে জ্যাক ক্রলিকে নিয়ে ১১৭ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে উঠেন জো রুট। এরপর ক্রলি ফেরেন। তারপর আবার একটু রান এগোতেই ছন্দতপন হতে থাকে। বেন স্টোকস ১৯, হ্যারি ব্রুক ৩১, জেমি স্মিথ কোনও রানই করতে পারেননি। উইল জ্যাক ১৯, অ্যাটকিনসন ৪, ব্রাইডন কার্সেকে শূন্য রানে ফিরিয়ে দেন মিচেল স্টার্কই। ২৬৪ রানে ৯ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকেই জোফ্রা আর্চারকে নিয়ে দলকে টেনে নিয়ে যান জো রুট। দশম উইকেটে এখন পর্যন্ত ৬৪ রান যোগ করেছেন তারা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ও কেরিয়ারের ৪০তম সেঞ্চুরি পেয়ে রুট কতদূর দলকে এগিয়ে নিয়ে যান দ্বিতীয় দিন, তাই দেখার।
