ইরানে খেলতে না যাওয়ার মাশুল! এএফসির শাস্তিতে নির্বাসিত মোহনবাগান, হল মোটা টাকার জরিমানাও
আশঙ্কা ছিলই, অবশেষে তাই সত্যি হল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু -এর ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের জেরে মোহন বাগানকে কড়া শাস্তির মুখেই পড়তে হল। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) শৃঙ্খলারক্ষা কমিটি বিবৃতিতে জানিয়েছে, আগামী দু’মরশুম এএফসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না সবুজ মেরুন ব্রিগেড। সেইসঙ্গে ক্ষতিপূরণ ও জরিমানা বাবদ মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর ইরানে গিয়ে সেপাহান এফসি’র বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগানের। কিন্তু ইরান ভ্রমণের ব্যাপারে সে’দেশের সরকারের তরফে জারি করা নির্দেশিকা তুলে ধরে সেপাহান ম্যাচ খেলতে যেতে রাজি হয়নি সবুজ মেরুনের বেশ কয়েকজন বিদেশি ফুটবলার।নিরপেক্ষ দেশে ম্যাচ দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু সেই দাবি মানতে চায়নি এএফসি।শেষমেষ নিরাপত্তার দোহাই দিয়ে ইরান খেলতে যায়নি মোহনবাগান। এরজন্য শাস্তিস্বরূপ ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসি-র কোনও প্রতিযোগিতাতেই খেলতে পারবে না সবুজ মেরুন ব্রিগেড।
পাশাপাশি ৫০,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ম্যাচ খেলতে না যাওয়ার ফলে ইরানের ক্লাব ও এএফসি-র যে ক্ষতি হয়েছে, তার জন্য আরও ৫০,৭২৯ মার্কিন ডলার দিতে হবে। ৩০ দিনের মধ্যেই জরিমানা ও ক্ষতিপূরণের টাকা দিতে হবে। সব নিয়ে ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ৯০ লাখ। আরও জানানো হয়েছে, ২০২৫-২৬ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট কোনও আর্থিক সুবিধা পাবে না। ম্যাচ ফী, ভ্রমণ, আয়োজন বাবদ বোনাস যা টাকা পেয়েছে এই টুর্নামেন্টের জন্য, তাও ফেরত দিতে হবে আগামী একমাসের মধ্যেই।
যদিও এবারেই প্রথম নয়। এর আগে গত বছরও যুদ্ধকালীন পরিস্থিতির কারণ দেখিয়ে ইরানে দল পাঠায়নি মোহনবাগান। ট্রাক্টর এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান। মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানা গেছে, এই শাস্তির বিরুদ্ধে পাল্টা আবেদন জানাবে সবুজ মেরুন।
