শারদোৎসবে সামিল রানি-কাজল-অয়ন, আবেগের ছোঁয়ায় স্মরণ দেব মুখোপাধ্যায়ক
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ল বলে! মুম্বইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো শুধু একটি পুজো নয়, এ যেন মুখোপাধ্যায় পরিবারের ভালবাসার এক বার্ষিক ঐতিহ্য, উপস্থিত থাকেন বলিপাড়ার তারকারাও। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। এই বারও তার অন্যথা হয়নি, তবে আনন্দের আবহে মিশে ছিল একটা চাপা সুর, বিষাদের, ভালবাসার।
শনিবার মুখোপাধ্যায় পরিবারের বার্ষিক দুর্গাপুজোর উদ্বোধনে হাজির হলেন রানি মুখোপাধ্যায় , কাজল, তনিশা মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়-সহ পরিবারের অন্য সদস্যরা। কিন্তু ভিড়ের আনন্দের মাঝেও এক গভীর শূন্যতা, বছরই প্রয়াত হয়েছেন পরিবারের অন্যতম স্তম্ভ দেব মুখোপাধ্যায়। পুজোর অন্যতম কর্তা ছিলেন তিনিই। মার্চ মাসে প্রয়াণ হয়েছে তাঁর। প্রথম বার বাবাহীন দুর্গাপুজোয় তাই চোখ ভিজল অয়নের, আবেগে জড়িয়ে ধরলেন কাজলকেও।

পাশাপাশি দেখা গেল দুই বোন কাজল আর রানিকে শাড়িতে একেবারে ‘টুইন’ করতে। কাজল পরেছিলেন সিল্কের শাড়ি, লাল ব্লাউজে মানিয়েছে দারুণ। রানি-র গায়ে সাদা শাড়ি, কালো-লাল বর্ডার, একেবারে পরিপাটি সাজ। প্যান্ডেলের ভিতর একসঙ্গে বসে ছবি তুললেন তাঁরা। দেখেই ভক্তদের মন্তব্য, ‘টিনা-অঞ্জলি রিইউনিয়ন!’, ‘কুচ কুচ হোতা হ্যায়-এর স্মৃতি যেন আবার ফিরল।’

রানি-ই এই পুজোর অন্যতম আয়োজক। পুরনো ঐতিহ্য মেনে মুখোপাধ্যায় পরিবার প্রতিবছরই জমকালো আয়োজন করে। এই বছর পুজোর সূচনা হয়েছে পশুপতিনাথ মন্দিরের প্রতি শ্রদ্ধা নিবেদন দিয়ে। শর্মিলা মুখোপাধ্যায়, সম্রাট মুখোপাধ্যায়, শার্বানী মুখোপাধ্যায়—সবাই উপস্থিত ছিলেন।