লড়াই মুছে শুভেচ্ছা বার্তা! ছবি মুক্তির দিনে একে অপরকে অভিনন্দন দেব-শিবপ্রসাদের 

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পুজোর মরশুম মানেই ছবি মুক্তির হিড়িক। এ বারও তার অন্যথা নয়। একদিকে দেবের ‘রঘু ডাকাত’, অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের পরিচালিত ‘রক্তবীজ ২’। একই দিনে মুক্তি—শুরু থেকেই চাপানউতোর। হল কম দেওয়া নিয়ে সরব হয়েছিলেন শিবপ্রসাদরা, ‘মাফিয়া কার্ড’, ‘ভিকটিম কার্ড’-এর মতো নানা শব্দ ভেসে আসছিল টলিউডের অন্দরমহল থেকে। প্রকাশ্যে দু’পক্ষের চাপানউতোর এমন পর্যায়ে পৌঁছেছিল যে, দর্শক ভাবতে শুরু করেছিলেন, এ বারের পুজোয় কি তবে সত্যিই সিনেমার লড়াই নয়, চলছে প্রযোজকদের ঠান্ডা লড়াই?

সিনেমা মুক্তির আগের দিন পর্যন্ত এই চাপা উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু শেষমেশ দেখা গেল অন্য ছবি। সমাজমাধ্যমে শুভেচ্ছার হাত বাড়িয়ে দিলেন দুই পক্ষই। লড়াইয়ের ময়দানে একে অপরকে শুভেচ্ছা জানালেন ‘রক্তবীজ ২’-এর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর ‘রঘু ডাকাত’-এর প্রযোজক তথা অভিনেতা দেব। সিনেমার প্রতি দুজনের ভালবাসাই যেন শেষ হাসি হাসলো।

টলিউডে এমন দৃশ্য নতুন নয়। দেব বরাবরই যে কোনও নতুন বাংলা ছবির মুক্তির আগে সমাজমাধ্যমে শুভকামনা জানান। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। ‘রক্তবীজ ২’-এর উদ্দেশে লিখলেন, “‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে আপনাদের কাছের সিনেমাহলে। অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য।” সেই পোস্টই রিপোস্ট করে শিবপ্রসাদ লিখলেন, “ধন্যবাদ দেব। ‘রঘু ডাকাত’-এর জন্য অনেক শুভেচ্ছা। ঝলমল করুক। জয় হোক বাংলা সিনেমার।”

তবে শুভেচ্ছার আড়ালে প্রতিযোগিতা থেমে নেই। প্রচার অনুষ্ঠানে দুই ছবির তারকাদের কার্যত মুখোমুখি লড়াই, প্রায় একই দিনে, একই সময়ে। আবার দেবের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে নেতাজি ইনডোরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও বার্তা বাজানো হয়। দেবকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রীর প্রশংসা—“দেব, তুমি খুব ভাল ছেলে।” এর পরের দিনেই দেখা যায়, শিবপ্রসাদ-নন্দিতা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছেন ‘রক্তবীজ ২’-এর প্রসঙ্গে।

এ নিয়েও খোঁচা নয়, বরং সমর্থনই করলেন দেব। তাঁর কথায়, “ভাল তো। দিদি ইন্ডাস্ট্রির জন্য ভাবেন, প্রাইম টাইমে বাংলা ছবির শো বাধ্যতামূলক করেছেন। ওঁর অবদান অনেক। সবাই খাটছে বাংলা সিনেমার ভালর জন্য।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *