এ বার ঋতুপর্ণার ছবিতে শ্রীময়ী, নায়িকাকে কোন ছবির প্রস্তাব দিলেন ‘ম্যাডাম সেনগুপ্ত’?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

চলতি মাসেই ‘ম্যাডাম সেনগুপ্ত’র প্রিমিয়ারে এসে ঋতুপর্ণাকে প্রশংসায় ভরিয়ে তুলেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বলেছিলেন, “ঋতুপর্ণাই ইন্ডাস্ট্রির স্তম্ভ।” এ বার সেই ভালবাসা এবং স্নেহ যেন ফিরিয়ে দিলেন অভিনেত্রীও। সরাসরিই শ্রীময়ীকে তাঁর ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দিলেন ঋতুপর্ণা!

এ দিনও ছিল ঋতুপর্ণার ছবিরই প্রিমিয়ার। পরিচালক ইন্দ্রাশিস আচার্য্যর ছবি ‘গুডবাই মাউন্টেন’। সেখানেও অভিনেত্রীর সঙ্গে আদুরে ফ্রেমে ধরা দেন শ্রীময়ী। সংবাদমাধ্যমের মুখোমুখিও হন তাঁরা একসঙ্গে। ঋতুপর্ণার বক্তব্য শেষ হতেই প্রশ্ন যায় শ্রীময়ীর কাছে। “কবে বড় পর্দায় আবার দেখা যাবে অভিনেত্রীকে?” উত্তরে তিনি বলেন, “আমাকে যেদিন কোনও প্রযোজক অথবা পরিচালক কাজের প্রস্তাব দেবেন।” কথা শেষ না হতে হতেই পাশ থেকে ঋতুপর্ণা বলে ওঠেন, “খুব শীঘ্রই আমার ছবিতে দেখা যাবে শ্রীময়ীকে।”

এ দিন ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ হয়ে শ্রীময়ী বলেন, “২০২৫ যেন ঋতুময়। একটার পর একটা ছবি।” যদিও এই কথা শুনে খানিক হেসে অভিনেত্রী বলেন, “আসলে শ্রীময়ী আমাকে খুব ভালবাসে। তাই এমনটা ওর মনে হচ্ছে।” পাশে দাঁড়িয়ে থাকা শ্রীময়ীর কথায়, “যেটা বলেছি সত্যিই বলেছি।”

ঋতুপর্ণা আবার যোগ করেন, “আসলে আমার কয়েকটা ছবি পরপর মুক্তি পাচ্ছে। সেই জন্য অবশ্য আমাদেরও অনেক তাড়াহুড়ো করতে হচ্ছে। ছবির প্রচারও একটার পর এক একটা শুরু হয়ে যাচ্ছে। চেষ্টা করব যেন এমন ভাবেই সবটা চলতে থাকে। আরও যেন ঋতুময় হয়ে থাকতে পারি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *