দুই বাংলার আকাশেই নক্ষত্রপতন, ‘ছায়ানট’ শূন্য করে চলে গেলেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী সনজীদা খাতুন
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দুই বাংলার সাংস্কৃতিক জগতই যেন আজ শোকস্তব্ধ। প্রয়াত হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজিদা খাতুন। বাংলাদেশে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এক অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর প্রয়াণ যেন দুই বাংলার বুকেই বিরাট ক্ষতির সমান।
দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডায়াবিটিস ও কিডনির সমস্যা নিয়ে। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মঙ্গলবার, ২৫ মার্চ দুপুর সাড়ে তিনটে নাগাদ ঢাকার স্কোয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চোখ বুজলেন তিনি। সংবাদমাধ্যমের কাছে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পুত্র পার্থ তানভীর নভেদ। বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে জানা যায়, কিংবদন্তি শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে আগামী ২৬ মার্চ দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে।
বাংলাদেশে বিভিন্ন সাহিত্য এবং সংস্কৃতিমূলক উদযাপনে আজও তাঁর প্রতিষ্ঠিত ‘ছায়ানট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে তাঁকে।