চার বছর আগে শুটিং, অবশেষে ইদে আসছে শাকিব-দর্শনার ‘অন্তরাত্মা’, কী বলছেন অভিনেত্রী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলা সিনেমা যেন মিলিয়ে দিয়েছে দুই বাংলাকে। ইতিমধ্যেই জুটি বেঁধে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন এ পার বাংলা এবং ওপার বাংলার তারকারা। একইভাবে বাংলাদেশি সুপারস্টার শাকিব খান এবং বঙ্গতনয়া দর্শনা বণিককেও একই ফ্রেমে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। যদিও এই অপেক্ষাটা দীর্ঘ দিনের। তবে অবশেষে প্রকাশ্যে এল তাঁদের ছবি ‘অন্তরাত্মা’র ঝলক।
২০২১ সালে ছবির শুটিং শুরু হলেও বিভিন্ন কারণে পিছিয়ে যায় ছবি মুক্তি। দর্শনা জানান, ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবি প্রসঙ্গে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আডিশনকে বলেন, “আমরা পাবনায় শুটিং করেছিলাম। তখন ২০২১ সাল। আমাদের পরিকল্পনা ছিল ২০২২ সালে মুক্তি পাবে এই ছবিটা। কিন্তু কিছু কারণে ছবিমুক্তি পিছিয়ে যায় সেই সময়ে।” তাঁর মতে, এর নেপথ্যে কিছুটা কারণ রয়েছে করোনা অতিমারিরও। দর্শনা বলেন, “২০২০-২০২১-এর লকডাউনের পর, তার ঠিক পরের বছরই ছবির মুক্তি সম্ভব ছিল না। অবশেষে চলতি বছর ইদে আসছে ছবিটি।”

প্রযোজনা সংস্থা ‘তরঙ্গ এন্টারটেইনমেন্ট’-এর তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা সারা হয়েছে ছবির। পরিচালনার দায়িত্বে ওয়াজেদ আলী সুমন। দর্শনা বলেন, “আদ্যোপান্ত প্রেমের গল্প। খুবই মিষ্টি একটা ভালবাসার গল্প বলে ছবিটি। এখানে আমি আর শাকিব ছাড়াও আরও অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন।”