পরের ম্যাচে কি খেলবেন রাহুল, কন্যা সন্তানের খবর দিয়ে খুশিতে দিন কাটাচ্ছেন

দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচেই খেলতে পারেননি কেএল রাহুল। মুম্বই ফিরলেন স্ত্রী আথিয়া শেট্টি এবং সদ্যোজাতকে দেখতে।
রাহুল এবং আথিয়া সকলের নজর করেছেন তাঁদের প্রথম সন্তানের কথা জানিয়ে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রবিবার দিন বিমানবন্দরে বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাহুল। জানা গেছে মেয়েকে দেখতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন।
আইপিএল ২০২৫ এর দিল্লির প্রথম খেলা ছিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এবং সেই খেলাতেই থাকতে পারলেন না রাহুল।

বিশাখাপত্তনমেই ৩০ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচের আগে রাহুল দলের সঙ্গে যোগ দেবেন। ২৪ মার্চ বলিউড অভিনেত্রী আথিয়া এবং ভারতীয় ক্রিকেটার রাহুল জানান ঘর আলো করে এসেছে কন্যা সন্তান সেই পোস্টে শুভেচ্ছা দিয়ে ভরিয়ে দিয়েছেন সিনে মহল থেকে ক্রিকেট মহল। ২৩ জানুয়ারি ২০২৩ সুনীল শেট্টির কন্যা অর্থাৎ বলি অভিনেত্রী আথিয়া সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেটার রাহুল। পরের বছর নভেম্বর মাসে সন্তান আসার খবর সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন তারকা দম্পতি।