মন্নতে ‘আইকনিক’ পোজে দেখা দিলেন না শাহরুখ! হতাশ ভক্তরা, ক্ষমা চাইলেন কিং খান

অপেক্ষাই সার। হল না আশাপূরণ। দেখা দিলেন না কিং খান। প্রতিবারের মতো এবার আর নিজের জন্মদিনে শাহরুখ মন্নতের বারান্দায় এসে হাত নাড়ালেন না। ভক্তদের দিকে ছুড়ে দিলেন না ফ্লাইং কিস। শনিবার রাত থেকেই মায়ানগরী জনজোয়ারে ভেসেছিল। শেষপর্যন্ত ভক্তদের দেখা না দিয়ে ক্ষমাই চেয়ে নিলেন তিনি।
অন্য উৎসবগুলোর মতোই বিশেষ দিনে পরিণত হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনে (২ নভেম্বর) ভক্তরা মেতে ওঠেন শাহরুখ উৎসবে। প্রিয় তারকার দর্শন পেতে ভিড় করেন তার বাসভবন মন্নতের সামনে। এ বার ৫৯টি বসন্ত পেরিয়ে ৬০ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার। কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। বরং এখনো কিং খানকে ৩০ বছরের টগবগে যুবকই মনে হয়। এখনো আগের মতোই তিনি রোমান্সে মাতেন রুপোলি পর্দায়। যেমনটা হয়, জন্মদিনের আগের রাত থেকেই কয়েক হাজার ভক্ত ভিড় করেন শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে।

কিং খানকে শুধু এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে দূরদূরান্ত থেকে তারা ছুটে আসেন। কাঠফাটা রোদ, আরব সাগরের উষ্ণ দমকা হাওয়া, পুলিশের লাঠিপেটা- সবকিছু অগ্রাহ্য করে এদিন হয়ে পড়েন তারা বাধাহীন।দিনের কোনো একসময়ে এক ফাঁকে শাহরুখ খান বাড়ির ব্যালকনিতে এসে হাত নাড়বেন ভক্তদের উদ্দেশে। ছুড়ে দেবেন উষ্ণ চুমু। তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়বেন অপেক্ষারত ভক্তরা। এমন দৃশ্য গত আড়াই দশকেরও বেশি সময় ধরে কিং খানের বাড়ি মন্নতের সামনে দেখা যায়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও ভক্তদের সামনে আসেননি। এরজন্য দুঃখপ্রকাশ করেন শাহরুখ খান। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘আমার জন্য যাঁরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তাঁদের সঙ্গে এবার দেখা করতে পারলাম না। কারণ এবার আমাকে মন্নতের বাইরে আসতে বারণ করা হয়েছে। আসলে আমি বেরলে নিরাপত্তার সমস্যা হতে পারে। ভিড় সামলানো কঠিন হবে। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।’ এরপর তিনি লেখেন,ষ‘আপনাদের সঙ্গে দেখা না হওয়াটা আমি আপনাদের থেকেও অনেক বেশি মিস করব। সবাইকে ভালবাসি।’
এই মুহূর্তে মন্নত ছেড়ে অস্থায়ী ঠিকানা আলিবাগে থাকে শাহরুখ ও তাঁর পরিবার। জল্পনা চলছিল এইবছর মন্নতের সামনে আইকনিক পোজে দেখা যাবে না! কারণটা অন্য হলেও তাই সত্যি হল। উল্লেখ্য, গত বছরও নিরাপত্তার জন্য জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ।
