টিম ইন্ডিয়ার টিম ইউনিটি! অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ সিরিজে সমতায় ফিরল সূর্যকুমাররা

তৃতীয় ম্যাচেই দেখা গেল টিম ইন্ডিয়ার টিম ইউনিটি। তাতেই জয়ে ফিরল ভারত। হোবার্টের বেলরিভের নিনজা স্টেডিয়ামে তৃতীয় টি ২০ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। ভারত টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায়। অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তোলে। টিম ডেভিড ৭৪, মার্কাস স্টোইনিস ৬৪ রান করেন। ভারতের হয়ে অর্শদীপ সিং তিনটি, বরুন চক্রবর্তী ২ ও শিবম দুবে একটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ওয়াশিংটন সুন্দর ৪৯ রানে অপরাজিত থাকেন, তিলক বর্মা ২৯, অভিষেক শর্মা ২৫ রান করেন।দলের উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মাও ২২ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার নাথান এলিস তিন উইকেট নিয়েছেন।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। শুরুতেই অর্শদীপ সিংহের দাপটে চাপে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ১৪ রানে পড়ে যায় দুই উইকেট- ট্রেভিস হেড (৬) ও জস ইংলিস (১)। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ফেরেন অধিনায়ক মিচেল মার্শ (১১) ও মিচেল ওয়েন (০)। এরপর অবশ্য টিম ডেভিড (৩৮ বলে ৭৪) ও মার্কাস স্টোইনিস (৩৯ বলে ৬৪) জুটি গড়ে তোলেন। শেষদিকে ম্যাথু শর্ট (১৫ বলে ৬৪) ঝড় তোলেন ব্যাট হাতে। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৬ উইকেটে ১৮৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা। ১৬ বলে ২৫ রান করে আউট হন। শুভমন গিলের ব্যাট থেকে আসে ১৫ রান। অধিনায়ক সূর্যকুমার যাদব ১১ বলে ২৪ রান করে ফেরেন। ওয়াশিংটন সুন্দর ২৩ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অক্ষর প্যাটেল ১৭ রান যোগ করেন স্কোরবোর্ডে।
অর্শদীপ ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের চতুর্থ ম্যাচ আগামী বৃহস্পতিবার কারারার হেরিটেজ ব্যাঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ক্যানবেরায় সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের মুখ দেখে।
