ধূসর চুল, চোখে কালো চশমা, আচমকা লুক ফাঁস ‘কিং’ খানের, টিমের কড়া বার্তা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের বাদশাকে নিয়ে উন্মাদনার শেষ নেই। সকাল থেকে রাত—সোশ্যাল মিডিয়ায় একটাই ছবি ঘুরছে। তাঁকে এক ঝলক দেখার জন্য অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সম্প্রতি ‘কিং’ ছবিতে শাহরুখ খানের একটি লুক ফাঁস হয়ে যায়। মুম্বইয়ের এক রেস্তরাঁর বাইরে সাদা শার্ট, ধূসর চুল আর কালো সানগ্লাসে শাহরুখ খান। কে কোথা থেকে তুলেছে, সেটা গোপন থাকলেও ছবি দেখে অনুরাগীদের উন্মাদনা স্পষ্ট। আর এতেই নাকি বেজায় চটেছেন শাহরুখের টিম।

ইতিমধ্যেই শাহরুখের ম্যানেজার পুজা দাদলানি শেয়ার করেছেন এক বিশেষ পোস্ট। অনুরোধ করা হয়েছে, এই ছবিগুলি আর ছড়িয়ে না দিতে। কারণ, ছবির সবচেয়ে বড় চমকই লুকিয়ে আছে এই নতুন অবতারে। আগে থেকে ফাঁস হলে, আসল আনন্দটাই মাটি হয়ে যাবে। জানানো হচ্ছে , ‘ম্যাজিকটা একসঙ্গে উপভোগ করা যাক, অপেক্ষা করাই ভাল।’

তবে শাহরুখকে নিয়ে ভক্তদের আবেগ বরাবরই তুঙ্গে থাকে। কেউ লিখছেন, ‘হ্যাঁ, চমকটা বাঁচিয়ে রাখা উচিত।’ আবার কেউ খোলাখুলি লিখেছেন, ‘এত দেরি হলে তো ধৈর্য রাখা মুশকিল।’ সোশ্যাল মিডিয়ার এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই বাড়ছে ছবিকে ঘিরে উত্তেজনা।

তবে অনেকে মনে করছেন, ছবি ভাইরাল হওয়া নাকি ছবির প্রচারেরই একটা কৌশল। ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘ডাঙ্কি’র মতো পরপর হিট ছবির পর শাহরুখের ‘কিং’ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ‘কিং’ কেবল শাহরুখের জন্য নয়, আরও এক বিশেষ কারণে চর্চায়। এই ছবিতেই প্রথমবার বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সুহানা খান। থাকছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত-সহ আরও অনেক তারকা। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ, মুক্তি পাবে ২০২৬ সালে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *