বৈভবের বিস্ফোরক ইনিংসও ২ ঘণ্টার মধ্যে ভেঙে দিলেন সাকিব! বিহার যা গড়ল বিশ্বে সে’নজির নেই
এ যেন রেকর্ড ভাঙা গড়ার খেলা। বিজয় হাজারে ট্রফিতে বিস্ফোরক বৈভবকে দেখে সকলেই তাজ্জব বনে গিয়েছিলেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন ১৪ বছরের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী।কিন্তু তাঁর রেকর্ডও ছাপিয়ে গেল অন্য একজন। তিনি বিহারের অধিনায়ক সাকিবুল গনি। ফলে, বৈভবের রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। সূর্যবংশী, সাকিব দুজনেই খেলছেন বিহারের হয়ে। বৈভবেরটা যদি টর্নেডো হয়, তাহলে সাকিবের ইনিংস সুনামি। ৩২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন বিহার অধিনায়ক। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেটা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি।এর আগে ছিলেন অনমোলপ্রীত সিং। পঞ্জাবের এই ক্রিকেটার গত বছর ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড এদিন ভেঙে গেল। অন্যদিকে, বিশ্বের কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরির নজির গড়লেন বৈভব। মাত্র ৮৪ বলে ১৯০ রান তুলে ফেলেন তিনি। ডবল সেঞ্চুরি হাতছাড়া করেন মাত্র ১০ রানের জন্য। এরমধ্যে রয়েছে ১৬ চার ও ১৫টা ছক্কা। স্ট্রাইক রেট ২২৬.১৯।
অন্যদিকে সাকিবুল অপরাজিত ছিলেন ৪০ বলে ১২৮ রান করে। এরমধ্যে ১০টি চার ও ১২টি ছক্কা। স্টাইক রেট ৩২০.০০। এই দু’জন ছাড়াও বিহারের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আয়ুশ লোকারুকা। তিনি ৫৬ বলে ১১৬ রানের ইনিংস খেলেন। ইনিংসে ১১ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। সব নিয়ে বিহার ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান করেছে।লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে এটা দলীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে এই কীর্তিটা ছিল তামিলনাড়ুর। বিজয় হাজারে ট্রফির ২০২২-২৩ মরশুমে অরুণাচল প্রদেশের বিপক্ষে ২ উইকেটে ৫০৬ রান করেছিল।ওয়ানডে ইতিহাসে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় ইনিংস।
৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলার পথে সূর্যবংশী পেছনে ফেলেছেন এবি ডেভিলিয়ার্সকে। ৫৪ বলে ১৫০ রান করে লিস্ট ‘এ’ ইতিহাসের দ্রুততম ১৫০ রানের রেকর্ড গড়লেন সূর্যবংশী। এই রেকর্ডটা ১০ বছর অক্ষত রাখতে পেরেছিলেন ডেভিলিয়ার্স। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ বলে ১৫০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার। সেবার তিনি ৬৬ বলে ১৭ চার ও ৮ ছক্কায় ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
