জল্পনা শেষ, শনিবারের ইডেনে জমকালো উদ্বোধন, রইল শিল্পীদের তালিকা

0

এবার আইপিএলের ১৮তম সংস্করণ। ১৮ মানেই সাবালক। তাই উদ্বোধনী মার্কি ম্যাচের আগেই জমকালো উদ্বোধনের পরিকল্পনা আইপিএল কর্তৃপক্ষের। নানা নাম ভাসছিল এতদিন। সেই জল্পনায় সিলমোহর দিল আইপিএল কর্তৃপক্ষ। না, অরিজিৎ সিং মঞ্চ মাতাবেন না। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গানে গানে ভরিয়ে তুলবেন আর এক বাঙালি শিল্পী শ্রেয়া ঘোষাল। আর নাচে মাতাবেন দিশা পাটানি। বলিউড থেকে টলিউড শ্রেয়ার হিট গানের সংখ্যা কম নয়। মেয়েদের মধ্যে অন্যতম সেরা শিল্পীকেই দেখা যাবে ক্রিকেট নন্দনকাননে।  সেইসঙ্গে ইডেনে পারফর্ম করবেন দিশা পাটানি। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে বিশ্বজয়ী অধিনায়কের প্রেমিকা প্রিয়াঙ্কা ঝা-র চরিত্রে অভিনয় করেছিলেন দিশা। সমাজ মাধ্যমেই এই খবর জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।  ফলে উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার সুরে মাততে চলেছে ইডেন গার্ডেন্স।

সেইসঙ্গে থাকছেন করণ আজুলাও। শনিবার ইডেনে তারকাদের মেলা থাকবে তা বলাই যায়। আইসিসি চেয়ারম্যান জয় শাহ আসার কথা। মেগা ম্যাচ দেখতে হাজির থাকার কথা শাহরুখ খানেরও। আগামী ২২ মার্চ ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমকে দেওয়ার মতোই রয়েছে। তাদের ছাড়াও আরও বহু প্রাক্তন ক্রিকেটার থেকে সেলিব্রিটির নাম রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান তবে কতক্ষণের হবে সে বিষয়ে এখনো পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগের দিনই জানিয়েছিলেন, সবমিলিয়ে ৩৫ মিনিটের একটা উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্রথম দিনই মার্কি ম্যাচ। টিকিটের চাহিদা অত্যন্ত বেশি। অনেক দিন পরে ইডেন গার্ডেন্স উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চলেছে।’


গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দশ বছর পর ট্রফি এসেছিল নাইট শিবিরে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল  শাহরুখ খান, জুহি চাওলার দল। আইপিএলের নিয়ম হল, যে দল চ্যাম্পিয়ন হয়, পরের বার টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনাল হয় সেই দলেরই শহরে। সেই নিয়ম মেনেই এবারের আইপিএলের উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *