প্রথম ম্যাচে নেই হার্দিক, মুম্বইয়ের নেতৃত্বে সূর্য, অপেক্ষা বাড়াচ্ছেন বুমরাহ

0


গতবার হার্দিকের নেতৃত্বে লাস্ট বয় হয়ে গিয়েছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। এবার প্রথম ম্যাচের আগেই চিন্তা বেড়েছে শিবিরে। কারণ, প্রথম ম্যাচে নির্বাসনে থাকায় খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। আগের মরসুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।  বুধবার এক অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়াই জানিয়ে দেন, তাঁর পরিবর্তে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিক বলেন, ‘নিঃসন্দেহে সূর্যই নেতৃত্ব দেবে। ও তো ভারতেরও অধিনায়ক বটে। এই ফরম্যাটে আমার অনুপস্থিতিতে যোগ্য ও-ই। অধিনায়ক হিসেবে দারুণ বিকল্প সূর্য।’ এই দলেই অবশ্য রয়েছেন সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারত অধিনায়ক রোহিত শর্মা। রয়েছেন বর্ডার গাভাসকর ট্রফিতে এক ম্যাচে নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরাহও। হার্দিককে অনুষ্ঠানে তাই নিয়েও জিজ্ঞাসা করা হয়। হার্দিক অবশ্য বলেন, ‘আমার সৌভাগ্য যে তিনজন অধিনায়ক আমার সঙ্গে রয়েছে৷ এতে আমার আত্মবিশ্বাস পাই। আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমি জানব আমার সঙ্গে তিনজন রয়েছে যাঁরা দেশকে বিভিন্ন ফরম্যাটে নেতৃত্ব দিয়েছে।’ গতবার অবশ্য রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে নেতৃত্ব দেওয়ায় বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। খারাপ পারফরম্যান্সও হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সমালোচনার শিকার হতে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। যদিও সেই খারাপ দিন কাটিয়ে উঠেছেন। বিশ্বকাপ টি২০ জয়ের পর, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেরও অন্যতম সদস্য এখন হার্দিক। এবার আত্মবিশ্বাস নিয়েই শুরুটা করতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়ে যখন উজ্জ্বল তারকারা হাজির, তখন বোলিং নিয়ে শুরুতে বেশ চিন্তায় মুম্বই শিবির। কারণ, মূল পেসার জসপ্রীত বুমরাহকে শুরু থেকে পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স তা পরিষ্কার। মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, ‘বুমরাহ এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে। বোর্ডের মেডিক্যাল টিম কী বলছে, তা আমাদের দেখতে হবে। আমরা সবাই চাই বুমরা পুরোদস্তুর সুস্থ হয়েই মাঠে নামুক।’ ফলে, বোলিংয়ে তরুণদের ওপরই ভরসা করতে হবে শুরুতে জয়বর্ধনেকে। মনে করা হচ্ছে, ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন বুমরাহ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *