শেষদিন ইতিহাসের হাতছানি! শুভমনের রেকর্ডের পর আকাশ-সিরাজের যুগলবন্দি

ইতিহাসের দোরগোড়ায় শুভমনের টিম ইন্ডিয়া। আগে কখনও এজবাস্টনে জিততে পারেনি ভারত, এবার সেই স্বপ্নই সফলের হাতছানি। শেষদিন ভারতের দরকার ৭ উইকেট। ইংল্যান্ড পিছিয়ে ৫৩৬ রানে। ইংল্যান্ডের সামনে ভারত লক্ষ্য রাখে পাহাড়প্রমাণ ৬০৮ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৭২ রানে ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ২টি উইকেট নেন আকাশ দীপ। একটা সিরাজ। সিরাজ-আকাশের জুটিকে সামলাতে হিমশিম অবস্থা হয় ডাকেট, রুটদের। জ্যাক ক্রলি সিরাজের বলে শূন্য হাতেই ফিরে যান।
ডাকেটকে ২৫ রানে ফেরান আকাশ দীপ। এরপর রুটকে ৬ রানের মাথায় ফেরান। তবে এই ম্যাচে নায়ক অবশ্য একজনই। তিনি ভারতের অধিনায়ক শুভমন গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পরে দ্বিতীয় ইনিংসেও গর্জে ওঠে গিলের ব্যাট। ১৬১ রানে শেষ হয় গিলের মহাকাব্যিক ইনিংস। তাতেই ৬ উইকেট হারিয়ে ৪২৭ রান তুলে ডিক্লেয়ার করে ভারত। ১৬২ বলে দুরন্ত ১৬১ রানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক। এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে গিল দ্বিতীয় ইনিংসেও নিজের শতরান পূরণ করেন। সেই সঙ্গে ৫৪ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ভারত অধিনায়ক। পাশাপাশি, তিনি ভারতের দ্বিতীয় এবং বিশ্বের নবম ব্যাটার হিসেবে এক টেস্ট ম্যাচে দ্বিশতরান এবং শতরান করার নজির গড়লেন। যোগ্য সঙ্গ দিয়ে রবীন্দ্র জাদেজা ৬৯ রানে অপরাজিত থাকেন। তার আগে ঝটপট রান তোলেন ঋষভ পন্থও। ফেরেন ৬৫ রান করে। যদিও চতুর্থ দিনের শুরুটা কিন্তু তেমন একটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ২৬ রানে সাজঘরে ফেরেন করুণ নায়ার। হাফসেঞ্চুরি করলেও বড় ইনিংস গড়ার আগেই আউট হয়ে যান কেএল রাহুল (৫৫)। নীতীশ রেড্ডি ১ করেন। ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন ১২ রানে। শেষদিনে আকাশ-সিরাজদের দিকেই তাকিয়ে টিম ইন্ডিয়া।প্রায় সাত দশক, ৬৮ বছর আগে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্টে নেমেছিল ভারত। তবে সেই থেকে আজ অবধি একবারও এজবাস্টনে জয় পায়নি ভারত। এবার কি স্বপ্ন সত্যি হবে!