১ টেস্টে ৪৩০ রান – রেকর্ড বই নতুন করে লিখলেন শুভমন গিল

আপনি কি জানেন, ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এক ম্যাচে শুভমন গিলের চেয়ে বেশি রান করতে পেরেছেন স্রেফ একজন। একই ম্যাচে ডবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ভারত অধিনায়ক নাম লেখালেন আরও অনেক রেকর্ডে। জেনে নিন সেইসব রেকর্ডের খতিয়ান-
* প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছেন ২৫ বছর বয়সী ব্যাটার। ম্যাচে তার মোট রান ৪৩০। এক টেস্টে তার চেয়ে বেশি রান আছে শুধু গুচের (৪৫৬)। এক টেস্টে চারশ বা এর বেশি রান করতে পারা পঞ্চম ক্রিকেটার গিল।
* একই টেস্টে ডবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ক্রিকেটার গিল।
* ভারতের হয়ে এক টেস্টে চারশ রান করা প্রথম ক্রিকেটার গিল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাসকরের ডবল সেঞ্চুরি ও সেঞ্চুরি মিলে ৩৪৪ রান ছিল আগের রেকর্ড।

* ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে স্রেফ নবম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার আগে এই স্বাদ পান কেবল সুনীল গাভাসকর। ১৯৭১ সালের এপ্রিলে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ ও ২২০ রানের ইনিংস খেলেন তিনি। ৫৪ বছর পর সেই কীর্তি ছুঁলেন শুভমন।
* ইংল্যান্ডের মাটিতে টেস্টে গিলের আগে এই কীর্তি গড়তে পারেন কেবল গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ড অধিনায়ক।
* ভারতীয় অধিনায়কদের মধ্যে গিলের আগে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করতে পারেন শুধু গাভাসকর (১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতা টেস্টে) ও বিরাট কোহলি (২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে)।
* নেতৃত্বের প্রথম দুই টেস্টে পাঁচশ রান করা প্রথম ক্রিকেটার হলেন গিল। এখানে আগের সর্বোচ্চ ছিল কোহলির ৪৪৯ রান। ৪২৯ রান নিয়ে তিনে আছেন গাভাসকর।