গানের মাঝেই আসন ছেড়ে চলে যান মুখ্যমন্ত্রী! গায়কদের ভিড়ে ‘অপমানিত’ সোনু
এন্টারটেইমমেন্ট ডেস্ক:
দীর্ঘ দিনের সঙ্গীতজীবন। ঝুলিতে একের পর এক হিট গান। তবুও প্রজন্মে ‘ব্রাত্য’ গায়ক সোনু নিগম? যথাযোগ্য সম্মান পাচ্ছেন না সঙ্গীতশিল্পী? সম্প্রতি তাঁর সমাজমাধ্যমের পোস্ট উস্কে দিল কিছুটা এমনই ইঙ্গিত। বিষয়টা খোলসা করেই বলা যাক।
সম্প্রতি একটি স্বনামধন্য অ্যাওয়ার্ড শো-য়ের আসর বসেছিল মায়ানগরীতে। উপস্থিত ছিলেন বিনোদন জগতের তাবড় তাবড় তারকারা। মনোনয়ন তালিকাতেও বহু পরিচিত সব নাম। কিন্তু দেখা মেলেনি সোনু নিগমে। মনোনয়ন তালিকাতেও কোথাও ছিল না তাঁর নাম। আর এই বিষয়টিকে ঘিরেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। খোঁচা দিয়ে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন গায়ক। সেরা গায়কের মনোনয়ন তালিকার একটি ঝলক প্রকাশ করে সোনু লেখেন, ‘ধন্যবাদ। আর যাই হোক, এই অনুষ্ঠানের আয়োজকরা রাজস্থান প্রশাসনের কাছে দায়বদ্ধ বলে কথা!’
তবে এই রাজস্থানের প্রসঙ্গ প্রথমে কিছুটা বুঝতে অসুবিধা হলেও, পরে অঙ্ক মেলাতে খুব একটা বেগ পেতে হয়নি অনুরাগীদের। তিন মাস আগের ঘটনা। জয়পুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। অনুষ্ঠান চলাকালীনই দর্শকাসন ছেড়ে উঠে গিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর দলের সদস্যেরা। এই বিষয়টি মোটেই ভাল লাগেনি গায়কের। তাঁর মতে, এই ব্যবহার একজন শিল্পীর কাছে নিতান্তই অপমানজনক।
সেই সময়েও সোনু সর্বসমক্ষে এমন ঘটনার সমালোচনা করে লিখেছিলেন, ‘আমি সমস্ত রাজনীতিবিদদের বলতে চাই, আপনারা যদি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চান, তা হলে আসারই দরকার নেই। অথবা এলেও গান শুরু হওয়ার আগেই আপনারা বেরিয়ে যাবেন। গান চলাকালীন হঠাৎ বেরিয়ে যাওয়া শিল্পীর জন্য খুবই অসম্মানজনক। শুধু তাই নয়, এটা দেবী সরস্বতীকেও অপমান করা।’ বহুদিন পর আবারও এই ঘটনাকে ঘিরে কটাক্ষ ছুড়লেন সোনু নিগম।