সঙ্গমদৃশ্যে আপত্তি! ‘ভারতীয় সভ্যতা এখনও…’, ‘ছুতমার্গ’ নিয়ে কী বললেন করিনা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পর্দায় তিনি কখনও ছাপোষা মেয়ে, আবার কখনও রুপোলী দুনিয়ার আধুনিকা ‘হিরোইন’। এমনকি, যৌনকর্মীর ভূমিকাকেও নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন করিনা কাপুর। তবে খোলাখুলি সঙ্গমের দৃশ্যে বিশেষ আপত্তি তাঁর। কিন্তু কেন? সম্প্রতি একটি পাশ্চাত্যের খ্যাতনামী পত্রিকার সঙ্গে আড্ডায় নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী।
দীর্ঘ দু’দশকেরও বেশি তাঁর অভিনয়জীবন। একাধিকবার চুম্বন কিংবা ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা গিয়েছে করিনাকে। কিন্তু অভিনেত্রীর কথায়, পর্দায় শয্যাদৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। ওই সাক্ষাৎকারে করিনা বলেন, “আমি ব্যক্তিগত ভাবে মনে করি, গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌনতার কোনও প্রয়োজন নেই। আমি মনে করি না যে ছবিতে এটা দেখানো খুবই প্রয়োজনীয়। পর্দায় খোলাখুলি সঙ্গমের দৃশ্যে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না।”
করিনার মতে, হলিউডে এমন কোনও ছুতমার্গ না থাকলেও, পাশ্চাত্যের মতো ভারতীয় সমাজ এখনও এতটা এগিয়ে যায়নি যে, পর্দায় নায়ক-নায়িকার এমন ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা যাবে। তিনি বলেন, “আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসাবে দেখি না। পর্দায় দেখানোর আগে আগে বিষয়টিকে সম্মান জানাতে হবে। আমি যে সমাজে বড় হয়েছি, তা এতটাও খোলামেলা নয় যতটা আপনারা এই বিষয়টাকে মুক্ত মনে গ্রহণ করতে সক্ষম। একটা মেয়ের ইচ্ছে, কামনাকে খোলামেলা ভাবে দেখাতে পারে এখানকার মানুষ। আমাদের সভ্যতা নয়।”
বিগত কিছু সময় ধরে বেশ আলোচনায় রয়েছেন করিনা কাপুর। স্বামী সইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনাকে ঘিরে কম ঝড় বয়ে যায়নি অভিনেত্রীর জীবনে। অন্যদিকে সদ্যই প্রাক্তন শাহিদ কাপুরের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছিলেন তিনি। সর্বসমক্ষে সৌজন্য সাক্ষাৎ। তাঁদের আলিঙ্গনরত ছবি এই মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যম জুড়ে।