১৫০ বছর পূর্তি টেস্টে ‘দিবারাত্রির কাব্য’, এবারেও কি কাকতালীয় হবে ফলাফল!

0




২০২৭ সালে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকীতে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ খবর পুরনো। তবে এবার জানা গেল, এই টেস্ট হবে দিনরাতের। অর্থাৎ গোলাপি বলের। এই খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৮৭৭ সালের ১৫ মার্চ থেকে মেলবোর্নে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই টেস্টে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টেস্টের দেড়শ বছর পূর্তিতে ২০২৭ সালের ১১ মার্চ দিবারাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচটি যদি পাঁচ দিন গড়ায়, তাহলে শেষ হবে ১৫ মার্চ। মেলবোর্নে এটাই ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে। একমাত্র টেস্ট ম্যাচটি অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে যদিও বিবেচিত হবে না। সিএ-এর সিইও টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্ট ম্যাচটা হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট। আর ফ্লাডলাইটের নিচে খেলা আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্যেরই পরিপন্থী।

https://twitter.com/CricketAus/status/1899298615736275444?t=JonZHLlPJeUqEvns3gGvZQ&s=08

টেস্ট ক্রিকেটের আধুনিক রূপটা কেমন, সেটা আরও ভালো করে বোঝা যাবে। দারুণ এই উপলক্ষে অনেক মানুষ আসবেন বলেই গোলাপি বলের টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। টাইমলেস টেস্টের সেই সময় অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল প্রথম ম্যাচ। টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টেও অস্ট্রেলিয়া কাকতালীয়ভাবে জেতে ৪৫ রানে। এবার কি হবে তাই দেখার! ঐতিহাসিক সেই ভেন্যুতে ২০২৭ সালের মার্চেই হবে মাইলফলকের এই টেস্ট। মূলত মাঠে দর্শক টানতেই দিবারাত্রির টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাধারণত মার্চে এমসিজিতে টেস্ট ম্যাচ আয়োজন করা হয় না। স্বাভাবিকভাবেই সেই ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহ থাকবে দর্শকদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *