‘পিঙ্ক ছবিটা যেন তাপসীকে ঘিরেই, আমি কোথায়?’ ‘অভিমানী’ কীর্তিকে সান্ত্বনা নায়িকার!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০১৬ সালে মুক্তি পেয়েছিল অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি ‘পিঙ্ক’। অমিতাভ বচ্চন তো আছেনই। তাঁর পাশাপাশি অনুরাগীদের নজরে আসেন তাপসী পন্নু এবং কীর্তি কুলহরি। কিন্তু সেই ছবিকে ঘিরেই অভিমান প্রকাশ করলেন কীর্তি। ছবিটির প্রচারের সময় নাকি তাঁকে যথেষ্ট জায়গা দেওয়া হয়নি। সবটাই যেন তাপসীকে ঘিরেই। অভিনেত্রীর মন্তব্য কানে আসতেই মুখ খুললেন ‘ডাঙ্কি’ খ্যাত অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কীর্তি বলেন, “যখন ‘পিঙ্ক’ ছবিটা করি। তখন দেখিনি ইন্ডাস্ট্রিতে কোন অভিনেত্রীর স্ট্যাটাস বড়, কোন অভিনেত্রীর ছোট। আমার মনে হয়েছিল, এটা এমন একটা ছবি যা তিন নারীর গল্প বলে। আমার ধারনা ছিল, আমরা সবাই অভিনেতা এবং আমরা একত্রে একটা ছবি করছি। কিন্তু এই ছবিটা আমাকে বড় এবং ছোট অভিনেতার মধ্যে পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল।’’

তিনি আরও বলেন, “যখন ছবির ট্রেলার প্রকাশ্যে আসে, আমি দেখি সেখানে শুধুই মিস্টার বচ্চন এবং তাপসীর দৃশ্য। প্রথমবার দেখেই অবাক হয়ে যাই আমি। কারণ আমি যতদূর জানতাম, আমিও অভিনয় করেছিলাম সেই ছবিতে। আমাকে ছবির প্রযোজক সুজিত সরকার সান্ত্বনা দিয়েছিলেন যে ছবিটা আগে মুক্তি পাক।” অভিনেত্রীর কথায়, তিনি প্রচারে বিশ্বাসী নন। তিনি বলেন, “আমি মনে করি, ভাল কাজ করলে তা নিজে থেকেই প্রচারে আসবে। কিন্তু ওই ছবিতে কেবলই অমিতাভ বচ্চন এবং তাপসীকে ঘিরে প্রচার হয়েছিল। স্বাভাবিকভাবে ও-ই যেন ছবির মুখ্য চরিত্র হয়ে উঠেছিল। আমাকে এক পাশে সরিয়ে দেওয়া হল।”

কীর্তির অভিযোগকে ঘিরে এ বার পাল্টা উত্তর দিলেন তাপসীও। তিনি বলেন, “কারও যদি এমনটা মনে হয়, তা হলে নিশ্চই তার নেপথ্যে যথেষ্ট কারণ আছে। কীর্তির খারাপ লাগতেই পারে। কিন্তু সেটা আমি কী ভাবে জানব? আমি যদি জানতাম ও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সময়ে, তা হলে আমি ওর সঙ্গে নিজে কথা বলতাম। চেষ্টা করতাম কিছু একটা করার।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *