ভীরু হয়েও বিশ্বজয় তার! সেই ‘কারেজ’কে ছেড়েই না ফেরার দেশে লেখক ডেভিড স্টেভেন
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একটি গোলাপি রঙের কুকুর। বড়ই ভীতু সে! অধিকাংশ কার্টুনপ্রেমীদের ছোটবেলা জুড়ে যেন রয়েছে কার্টুন ক্যারেক্টার ‘কারেজ: দ্য কাওয়ার্ডলি ডগ’। কিন্তু ভীতু হয়েও সে শিখিয়েছিল জীবনে চাইলেই অসাধ্যসাধন সম্ভব। এই চরিত্রের নেপথ্যে যিনি কলম ধরেছিলেন, আজ তিনিই না ফেরার দেশে। জনপ্রিয় লেখক ‘ডেভিড স্টেভেন কোহেন’।
জনপ্রিয় এই অনুষ্ঠানের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। মাত্র ৫৮তেই জীবনাবসান। ক্যানসারের কাছে হার মানলেন তিনি। বিনোদন জগতে সত্যিই যেন শোকের ছায়া।

সমাজমাধ্যমে প্রয়াত লেখকের সঙ্গে ছবি পোস্ট করে অ্যানিমেশনের ঐতিহাসিক জেরি বেক শ্রদ্ধা জানিয়েছেন তাঁর বন্ধুকে। লিখেছেন, ‘আমি এই মাত্র শুনলাম ওর প্রয়াণের খবর। ক্যানসার কেড়ে নিল। একজন অত্যন্ত গুণী লেখক, প্রযোজক হওয়ার পাশাপাশি একজন অত্যন্ত ভাল বন্ধু এবং কার্টুনপ্রেমী মানুষ ছিলেন। কি দুর্দান্ত একটা মানুষ! তুমি সেরা ছিলে ডেভিড। তোমাকে কোনওদিন ভুলব না।’