নিজে জনপ্রিয় অভিনেত্রী, বোনকে কেন লাইমলাইট থেকে দূরে রাখেন রশ্মিকা?

0

যখন তাঁর বয়স ১৯ বছর, সিনেমার জগতে প্রথম পা রাখেন রশ্মিকা মন্দনা। একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। তবে শুধু দক্ষিণের ছবিতেই নয়, বলিউডেও প্রশংসা কুড়িয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘ছাবা’ এখন দর্শকমহলে বেশ আলোচ্য। যেখানে রশ্মিকার অভিনয় সকলের মনে জায়গা করে নিয়েছে। তবে কিছুদিন আগে নেহা ধুপিয়ার একটি অনুষ্ঠানে এসে নিজের পরিবারকে নিয়ে কথা বললেন অভিনেত্রী।

নিজের ছোট বোনকে নিয়ে কিছু অজানা তথ্য ভাগ করে নিলেন তিনি। রশ্মিকা বলেন, “আমার ছোট বোনের বয়স ১০ বছর। আমাদের মধ্যে প্রায় ১৬ বছরের পার্থক্য।” এই কথা শোনার পর একটু অবাক হয়েছিলেন নেহা। তবে তিনি সেই কথার পরিপ্রেক্ষিতে বলেন, “আমি শুনেছিলাম তুমি সবাইকে তোমার বোনের পরিচয় দেওয়ার সময় তোমার নাম উল্লেখ করতে বারণ করেছ। যাতে কেবল ‘রশ্মিকার বোন’ নয়, বরং তোমার বোন তাঁর নিজের পরিচয়েই অতিসাধারণ ভাবে লালিত-পালিত হয়।” 

নেহার কথা শুনে অকপটে উত্তর দেন রশ্মিকা। তিনি জানান, কীভাবে তাঁর বাবা-মা অতিসাধারণভাবে তাঁকে বড় করে তুলেছেন যাতে অভিনেত্রীর এই ঝকমকে জীবন তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে না পারে। অভিনেত্রীর বোনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। রশ্মিকার কথায় স্পষ্ট বোঝা যায় যে, তিনি ছোট থেকেই স্বাধীনভাবে বড় হয়েছেন। অভিনেত্রীর মতে, তাঁর বাবা-মার এই লালৎ-পালনের ধরন তাঁকে আজকে ‘মানুষ’ হতে সাহায্য করেছে। তাই নিজের বোনের জন্যও এমনটাই চান অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, “আমার বোন যখন যা চায়, আমি কিনে দিই না। তবে যতটা দরকার, সেটা দেওয়ার চেষ্টা সব সময় করি। কোনটা দরকার এবং কোনটা বিলাসিতা, সেটা ওকে বুঝতে হবে। যখন যেটা চাইবে, সেটাই তখন পাবে, সেটা আমি চাই না। কারণ আমি আজ যা হয়েছি, সেটা আমার লালনপালনের কারণে। জীবনে সব কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য থাকা খুবই জরুরি।”

রশ্মিকা আরও বলেন, “আমি ওর সব চাইদা পূরণ করব। তবে সেটা সঠিক সময়ে। এখন ও খুবই ছোট। ভবিষ্যতে ওকে সব দেব। তাই এখন ওকে এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে শিখতে হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *