হঠাৎ শ্বাসকষ্ট, মুহূর্তেই সব শেষ! করোনা আবহে অভিনেতার এমন মৃত্যু কীসের ইঙ্গিত?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তামিল বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা তিনি। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা রাজেশ। হঠাৎই শ্বাসকষ্ট। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে দৌড়। শেষ রক্ষা হল না। পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। জানা যায়, শ্বাসকষ্টের সঙ্গে রক্তচাপও কমে গিয়েছিল অনেকটা।

অভিনেতার দেহ চেন্নাইয়ে রামাপুরমে তাঁর বাড়িতেই রাখা হয়েছে। রাজের তাঁর পুত্রের সঙ্গেই থাকতেন। স্ত্রী জোয়ান সিলভিয়া ভনাথিয়া প্রয়াত হয়েছেন ১৩ বছর আগেই। অভিনেতার কন্যা এই মুহূর্তে সুদূর আমেরিকায়। সেখান থেকে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

এখন প্রশ্ন হল, রাজ্যে নতুন করে থাবা বসিয়েছে করোনা। যার অন্যতম উপসর্গই হল শ্বাসকষ্ট। ঠিক যেভাবে অভিনেতার মৃত্যু হয়েছে। রাজেশের শরীরেও কি বাসা বেঁধেছিল এই ভাইরাস? করোনা আবহে অভিনেতার এমন মৃত্যু যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও, তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না, তার খবর পাওয়া যায়নি এখনও।

অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। শোক প্রকাশ করেছেন দক্ষিণী তারকা রজনীকান্ত। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার ঘনিষ্ঠ বন্ধুর আকস্মিক মৃত্যু আমার কাছে বড় ধাক্কা। এই খবর পাওয়ার পর খুবই দুঃখ পেয়েছি। অত্যন্ত ভাল মানুষ ছিলেন তিনি। প্রার্থনা করি, ওঁর আত্মা যেন শান্তি পায়। ওঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমি সমব্যথী।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *