মেলা প্রাঙ্গন থেকে কোটি টাকার গাড়িতে সফর! কুম্ভের মোনালিসাকে যেন চেনা দায়!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ‘ফিড’-এর মতোই যেন মুহূর্তে বদলে যেতে পারে মানুষের জীবন। মহাকুম্ভের ‘ভাইরাল’ গার্ল মোনালিসা ভোঁসলের কথাই ধরা যাক। কুম্ভমেলায় মালা বিক্রি করতে দেখা গিয়েছিল এই তরুণীকে। এখন তাঁর সফরসঙ্গী কোটি টাকার চারচাকা!
সম্প্রতি তাঁর কিছু ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে একটি গাড়িতে চড়তে দেখা গিয়েছে মোনালিসাকে। একাধিক প্রতিবেদনের দাবি, সেই গাড়িটির মূল্য প্রায় এক কোটির কাছাকাছি। কিছুদিন আগেই একটি ডায়মন্ড প্রস্তুতকারী সংস্থার প্রচারমূলক বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন তিনি। ঝলক প্রকাশ্যে আসতেই, নেটিজেনরা বলছেন, তাঁকে যেন চেনা দায়!
মধ্যপ্রদেশের ১৬ বছরের মোনালিসা ভোঁসলে। যাঁর সাফল্যের সফর শুরু হয়েছিল মহাকুম্ভে ১০০ টাকায় রুদ্রাক্ষের মালা বিক্রি করে। এখন তাঁর বিলাসবহুল জীবন সাধারণের কল্পনার বাইরে। শোনা যাচ্ছে, বলিউডেও খুব শীঘ্রই হাতেখড়ি হতে চলেছে তাঁর। সনোজ মিশ্রের ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।