তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়লেও মাত্র ৪১ রানে ৭ উইকেটের পতন ভারতের

0

স্পোর্টস ডেস্ক: চাঁদের উল্টোপিঠে যেমন কলঙ্ক থাকে, তেমনই ভারতীয় ব্যাটিংয়েও যেন রয়ে গেল। তিন-তিনজনের ঝকঝকে সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত। তবে তার বাইরে বাকিটা যেন অন্ধকার। মাত্র ৪১ রানে ৭ উইকেট হারিয়েছে শুভমনের ভারত। ৪৩০ রানে ৩ উইকেট থেকে ৪৭১ রানে অলআউট টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে নেমে করেন ১০১ রান। অধিনায়ক শুভমন গিল করেন ১৪৭ রান, সহ-অধিনায়ক ঋষভ পন্থ করেন ১৩৪ রান। কিন্তু তার পরে বাকিরা রান না পাওয়ায় ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৭১ রানে।

ইংল্যান্ডের হয়ে ৪টি করে উইকেট নেন বেন স্টোকস ও জশ টং। ১টি করে উইকেট নিলেন ব্রেন্ডন কেয়ার্স ও শোয়েব বশির। একসময়ে মনে হচ্ছিল ভারতীয় দল পাঁচশোর বেশি রান করবে প্রথম ইনিংসে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় তা আর হয়নি। ভারতের ইনিংস থামে ৪৭১ রানেই। প্রথম দিনের শেষে ভারত করেছিল ৩ উইকেটের বিনিময়ে ৩৫৯ রান। গিল অপরাজিত ছিলেন ১২৭ রানে। সঙ্গী ছিলেন পন্থ (৬৫)। সেখান থেকেই ভারতের রানকে দ্বিতীয় দিন টেনে নিয়ে যান অধিনায়ক ও সহ অধিনায়কই। এদিন সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্থ। তিন অক্ষরের ম্যাজিক নম্বরে পৌঁছতে মারকুটে ব্যাটার ১৪৬ বল নেন।

গিল ফিরে যান ১৪৭ রানে। গিলের ইনিংসে ছিল ১৯টি চার ও একটি ছয়। মূলত প্রথম দুটো সেশনের নায়ক ছিলেন ঋষভ পন্থ। লাঞ্চের পরেই তিনি আউট হয়ে গেলেতাসের ঘরের মতোই ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। প্রথম দিন অভিষেক ম্যাচে শূন্য হাতে ফেরেন সাই সুদর্শন।আর দ্বিতীয় দিন আট বছর পর ভারতীয় দলের হয়ে ব্যাট করতে নেমে শূন্য হাতে ফিরলেন করুণ নায়ারও। শার্দুল ঠাকুরও ১ রানের বেশি যোগ করতে পারেননি। ব্যর্থ হয়েছেন আর এক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। তিনি ফেরেন ১১ রানে। জসপ্রীত বুমরাহও খাতা খুলতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণা ১ করেন। সিরাজ ৩ রানে অপরাজিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *