কাকার সঙ্গে ছবি ঘিরে বিতর্ক, প্রয়াত দেব মুখোপাধ্যায়ের স্মৃতিতে কলম ধরলেন কাজল

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুখোপাধ্যায় পরিবারের যেকোনও অনুষ্ঠানই যেন যাঁকে ছাড়া জৌলুসহীন। সেই দেব মুখোপাধ্যায়ই আর নেই। শুক্রবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেতা। রানি মুখোপাধ্যায় ও কাজলের কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপুজোয় ব্যস্ত থাকতেন তিনি।

দেব মুখোপাধ্যায় সম্পর্কে কাজলের কাকা। এর আগে কাজলের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। বিতর্ক কম হয়নি সেই সময়ে। এ বার কাকার প্রয়াণের পর তাঁর স্মৃতিচারণায় মাতলেন অভিনেত্রী।

শনিবার তাঁর স্মৃতিতে ডুব দিলেন কাজল। লিখলেন, ‘প্রত্যেক দুর্গাপুজোয় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সকলকেই দেখতে দারুণ লাগে। তোমায় ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না। আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালবেসে যাব। তোমাকে মনে রাখব। প্রতি দিন তোমাকে আমাদের মনে পড়বে।’

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৩। শুক্রবার তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন হৃতিক রোশন, রণবীর কাপুর, আলিয়া ভাট, সেলিম খান, করণ জোহর, অনিল কাপুর, ললিত পণ্ডিত, কিরণ রাও, জয়া বচ্চন-সহ বলিউডের আরও অনেকেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *