বার্ষিক আয় ৩ হাজার কোটি! ভারতের সবচেয়ে ধনী স্টেশন কোনটি জানেন? তালিকায় হাওড়া কোথায়?
লাইফস্টাইল: সাধে কি আর তাকে ‘জীবনরেখা’ (লাইফলাইন) বলা হয়! দেশের পরিবহন, যোগাযোগ থেকে শুরু করে অর্থনীতি, সব কিছুরই যেন মেরুদণ্ড এই রেলপথ। ভারতীয় রেল নেটওয়ার্কের পরিধিও কিন্তু সুবিশাল। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক হল এটি। তথ্য বলছে, সব মিলিয়ে রেলের সম্পত্তির পরিমাণও তাই বহুল।
আনুমানিক সাত হাজারেরও বেশি স্টেশনকে ছুঁয়ে যায় লোকাল, এক্সপ্রেস, পণ্যবাহী ট্রেন। সব মিলিয়ে রোজ প্রায় ১৩ হাজারেরও বেশি ট্রেন যাতায়াত করে ট্র্যাকে। নিত্যদিনের যাত্রীদের সংখ্যাটাও অনুমান করা যায় সহজেই। তবে শুধু যাত্রী নাম-ওঠাই নয়, রেলের আয়ের একটি বিরাট অংশ উঠে আসে এই রেলওয়ে স্টেশনগুলি থেকেও। বিভিন্ন বিজ্ঞাপন, প্রতীক্ষা হল (ওয়েটিং রুম), শৌচালয়, টিকিট-সহ আরও বিভিন্ন ক্ষেত্র থেকে আয় হয় ট্রেনের। জানেন কি, ভারতের সবচেয়ে বেশি ধনী রেলওয়ে স্টেশন কোনটি? কোন স্টেশন থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে ভারতীয় রেল?

দেশের সর্বোচ্চ উপার্জনকারী এবং রাজস্ব উৎপন্নকারী রেলওয়ে স্টেশন হল ভারতের রাজধানীর স্টেশন ‘নিউ দিল্লি’। তথ্য বলছে, ২০২৩-২৪ আর্থিক বছরে রেল প্রায় ৩৩৩৭০০০০০০০ টাকা আয় হয়েছে এই রেল স্টেশন থেকে। তবে এটি শুধুমাত্র সবচেয়ে বেশি আয়কারী স্টেশন নয়, দেশের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যেও রয়েছে এর নাম। ওই অর্থবর্ষে প্রায় ৩৯,৩৬২,২৭২ জন যাত্রী নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করেছেন।
এর দ্বিতীয় নম্বরেই রয়েছে বাংলার হাওড়া স্টেশন। অন্যতম ব্যস্ত স্টেশন হওয়ার পাশাপাশি দেশের মধ্যে রেলের মোট আয়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে এই স্টেশন। এর বার্ষিক আয় ১৬৯২ কোটি টাকা।
।