‘গোবিন্দ’ দাঁত না মাজলেও আমন্ত্রিত সর্বত্র! সৃজিতের ছবিতে অতিথিদের ‘কিলবিল’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০১২ সালে মুক্তি পাওয়া ‘হেমলক সোসাইটি’ যেন ছিল অতিথিদের সমাগম! সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিলাজিৎ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে রাজ চক্রবর্তী, কে না নেই ছবিতে। একই ঝলক ছবির সিক্যুয়েলেও। সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’তেও চাঁদের হাট।

সৃজিতের অনুরোধে ‘কিলবিল সোসাইটি’তে অনন্যা চট্টোপাধ্যায় ও রোশনি ভট্টাচার্য

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নববর্ষের ঠিক মুখেই মুক্তি পাচ্ছে এই ছবি। বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির নয়া ঝলক। তালিকায় সেই সমস্ত অভিনেতা-অভিনেত্রীর নাম, যাঁদের বিশেষ চরিত্রে দেখা যাবে ‘কিলবিল সোসাইটি’তে। মুখ্যচরিত্রে তো পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায় থাকছেনই। পাশাপাশি অতিথি চরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, শ্রুতি দাস, অঙ্গনা রায়, সোমক ঘোষ, নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে সৃজিতের পরিচালনায় কাজ করেছেন অনন্যা, শ্রুতি এবং রোশনি। দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল ‘এক্স=প্রেম’, ‘অতি উত্তম’ এবং সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিটি। পরিচালকের ছবিতে এই তিন অভিনেত্রীকে নতুন ভূমিকায় দেখতে কৌতূহল তো জাগছেই।

অতিথি চরিত্রে থাকছেন অঙ্গনা রায় এবং শ্রুতি দাসও
থাকছেন সৌমক ঘোষও

অন্যদিকে অভিনেতা অঙ্কুশ হাজরা যে সপ্তম স্বর্গে, তা বলাই যায়। একদিকে নিজের প্রযোজনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবি বানাচ্ছেন। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আগামী ছবি ‘রক্তবীজ ২’তেও খলনায়ক হয়ে আসছেন তিনি। এর আগে ‘রক্তবীজ’ ছবিতে অতিথি চরিত্রে মন জয় করেছিল ‘গোবিন্দ’। তবে সে দাঁত না মাজলেও ভরপুর প্রেম করতে জানে! সৃজিতের নতুন ছবিতে থাকছেন তিনিও। কৌশানীর সঙ্গে প্রকাশ্যে আসা ছবি দেখে অনুমান করা যাচ্ছে সম্ভবত অভিনেত্রীর প্রেমিক পুরুষের চরিত্রেই দেখা যাবে অঙ্কুশকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *