সজোরে বাসের ধাক্কা! মুম্বইয়ের দুর্ঘটনার কবলে ঐশ্বর্যার গাড়ি, ঠিক আছেন অভিনেত্রী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দুর্ঘটনার কবলে ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়ি। খুব সম্প্রতিই নাকি গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী। বুধবার মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় সেই গাড়িটির সঙ্গেই হয় বাসের সংঘর্ষ। একটি সরকারি বাস একেবারে পিছন থেকে ধাক্কা দায় বিলাসবহুল গাড়িটিকে।
প্রথমে খানিক বুঝতে অসুবিধা হলেও, গাড়ির পিছনে লেখা নম্বর প্লেটেই স্পষ্ট হয়ে যায় সবটা। গাড়িটি বচ্চন-বধূর জানার পর থেকেই শুরু হয়ে যায় শোরগোল। খবরটি ছড়িয়ে পড়তেই হইহই পড়ে যায় অনুরাগী মহলেও। কেমন আছেন ঐশ্বর্যা?
স্বস্তির বিষয় হল, ঐশ্বর্যা বা তাঁর পরিবারের কেউ সে সময় গাড়ির ভিতরে ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের কথায় গুরুতর আহত হননি গাড়ির ভিতরে থাকা চালকও। এমনকি, বাসের ধাক্কায় গাড়িটির বিরাট কিছু ক্ষতি হয়েনি বলেই জানা গিয়েছে।